For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর থেকে ৩৭০ অবলুপ্তির সমালোচনার পর দিল্লির কাছে নতি শিকার! মালয়েশিয়ার রাষ্ট্রনেতার কাতর বার্তা

কাশ্মীর থেকে ৩৭০ অবলুপ্তির সমালোচনার পর দিল্লির কাছে নতি শিকার! মালয়েশিয়ার রাষ্ট্রনেতার কাতর বার্তা

  • |
Google Oneindia Bengali News

নাগরিকত্ব ইস্যুতে ভারতের সিএএ নিয়ে সমালোচনা উঠে এসেছিল একাধিক প্রতিবেশী দেশ থেকে। পাকিস্তান কট্টর সমালোচনা যেমন করে, তেমনই বাংলাদেশ পরোক্ষে সমালোচনা করতে ছাড়েনি ভারতকে। এছাড়াও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া নিয়ে একাধিক দেশের সমালোচনার মুখে পড়ে দিল্লি। এমন পরিস্থিতিতে, মালায়েশিয়াও কাশ্মীর নিয়ে বিরোধিতায় বিরোধিতায় সরব হয়েছিল। যার ফল হিসাবে, উঠে আসে দিল্লির তুমুল কূটনৈতিক চাল। এরপরই পাল্টা জবাবে কার্যত নতি স্বীকার করেছে মালয়েশিয়া।

মালয়েশিয়া থেকে পাম তেল আমদানী বন্ধ ভারতের, এরপর যা ঘটল

মালয়েশিয়া থেকে পাম তেল আমদানী বন্ধ ভারতের, এরপর যা ঘটল

কাশ্মীর নিয়ে মালয়েশিয়ার সমালোচনার জবাব , ভারত কূটনৈতিক পন্থায় নিয়ে ফেলে। পাল্টা চালে মালয়েশিয়া থেকে পাম তেল আমদানী বন্ধ করে দেয় ভারত। এরপরই তার জবাব দিতে চেয়েও কার্যত হার মেনে নিয়েছে মালয়েশিয়া। কুয়ালালামপুর যে দিল্লির কাছে হার শিকার করেছে তা আরও একবার স্পষ্ট করলেন সেদশের প্রধানমন্ত্রী মহাতির মহম্মদ।

'খুব ছোট দেশ পাল্টা জবাবের ক্ষেত্রে'

'খুব ছোট দেশ পাল্টা জবাবের ক্ষেত্রে'

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, 'আমরা খুবই ছোট দেশ পাল্টা জবাব দেওয়ার ক্ষেত্রে। আমাদের এর জবাব দিতে গিয়ে অন্য রকমের রাস্তা খুঁজতে হবে। ' প্রসঙ্গত, মালয়েশিয়া থেকে ভারত পাম তেল আমদানী বন্ধ করতেই এমন বার্তা দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। যাকে কূটনৈতিক পথে নতি শিকার বলে ধরে নেওয়া হচ্ছে।

মালয়েশিয়ার কাছে ভারতের বাণিজ্যিক সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ?

মালয়েশিয়ার কাছে ভারতের বাণিজ্যিক সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ?

মূলত,খাবারের তেল কেনার ক্ষেত্রে ভারত সবচেয়ে বেশি তেল আমদানীকারক দেশ। ২০১৪ সাল থেকে বিশ্বে খাদ্যদ্রব্যের তেল ভারত সবচেয়ে বেশি আমদানি করে। মালয়েশিয়ার ৪৪ শতাংশ পাম তেল ভারতই কিনে নেয়। আর সেখানেই কোপ ফেলে দিয়েছে ভারত। ফলে কাশ্মীর ইস্যুতে ভারতের সমালোচনার যোগ্য জবাব ভারত এভাবেই দিয়েছে বলে মনে করছেন অনেকেই।

English summary
Malaysian PM on India’s Palm Oil Boycott, says ‘Too Small to Take Retaliatory Action.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X