করোনার জেরে জঙ্গলে পালাচ্ছেন মানুষ! কোথায় ঘটল এমন
কোথাও দেখা যাচ্ছে করোনার জেরে লকডাউনের সময় শহুরে রাস্তায় চলে আসছে বন্যপ্রাণী আবার কোথাও দেখা যাচ্ছে যে করোনার জেরে মানুষ বন জঙ্গলে চলে যাচ্ছেন। এমন অদ্ভত পরিস্থিতি দেখা গিয়েছে, মালয়েশিয়াতে। কী ঘটেছে সেখানে দেখে নেওয়া যাক।

জেমেরি গ্রামের ঘটনা
করোনা যাতে আক্রমণ করতে না পারে তার জন্য গ্রামের ঢোকার রাস্তা বন্ধ করে রেখেছেন অনেকেই। আর শুধু এতেই খান্ত নন মালয়েশিয়ার জেমেরি গ্রামের বাসিন্দারা। এবার তাঁরা করোনা আক্রমণের ভয়ে পালাচ্ছেন জঙ্গলে।

কেন জঙ্গলে যাচ্ছেন বাসিন্দারা?
গ্রামের বাসিন্দাদের দাবি, তাঁরা জঙ্গলে নিজেদের আইসোলেশন -এ রাখতে চান। সেখানে খাবার পাওয়াও তাঁদের পক্ষে সহজ যেমন হবে, তেমনই সহজ হবে করোনায় শহুরে গ্রাস থেকে দূরে থাকা।

ওরাং আসলি উপজাতি সবচেয়ে ক্ষতিগ্রস্ত মালয়েশিয়ায়
এশিয়ার জনসংখ্যার বিচারে যদি পরিসংখ্যান দেখা যায়, তাহলে দেখা যাবে যে মালয়েশিয়ার ওরাং আসলি উপজাতি গোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করোনায়। দারিদ্রতারও এঁদের কোনও সীমা নেই।এই উপজাতির বেশির ভাগ মানুষ মালয়েশিয়ার ওই গ্রামে বসবাস করেন। এবার করোনা থেকে পরিত্রাণের পথ খুঁজে পেতে তাঁরা জঙ্গলের দিকে যাত্রা শুরু করেছেন।
লকডাউনে মোদীর ডাকে সাড়া বলিউডের! কে কে জানালেন সমর্থন