For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত মালয়েশিয়া থেকে পাম অয়েল কেনা বন্ধ করলেও কাশ্মীরিদের কথা বলব, মন্তব্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

ভারত মালয়েশিয়া থেকে পাম অয়েল কেনা বন্ধ করলেও কাশ্মীরিদের হয়ে কথা বলবে মালয়েশিয়া। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মহম্মদ।

Google Oneindia Bengali News

ভারত মালয়েশিয়া থেকে পাম অয়েল কেনা বন্ধ করলেও কাশ্মীরিদের হয়ে কথা বলবে মালয়েশিয়া। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মহম্মদ। পাশাপাশি তিনি জানান, কাশ্মীর ইস্যুতে নিজের বক্তব্য থেকে সরে আসবেন না তিনি।

রাষ্টরসংঘে কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

রাষ্টরসংঘে কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

মাহাথির মহম্মদ গত মাসে রাষ্ট্রসংঘে দেওয়া ভাষণে "ভারত কাশ্মীরকে আক্রমণ ও দখল করে রেখেছে" বলে মন্তব্য করেছিলেন। এর জেরে সোমবার ভারতের ভোজ্য তেল ব্যবসায়ীদের সংগঠন এক্সট্রাক্টরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (এসইএআই) মালয়েশিয়া থেকে পাম অয়েল আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

পাম অয়েলের আমদানি বন্ধের পর মাহাথিরের বক্তব্য

পাম অয়েলের আমদানি বন্ধের পর মাহাথিরের বক্তব্য

আমদানি বন্ধের ঘোষণার পর গতকাল সাংবাদিকদের মাহাথির বলেন, "আমরা মনে করি রাষ্ট্রসংঘের প্রস্তাবের সুফল পাচ্ছিল কাশ্মীরের মানুষ। আমরা বলছি, কেবল ভারত বা পাকিস্তান নয়, আমেরিকা ও অন্য দেশগুলোরও রাষ্ট্রসংঘের প্রস্তাব মেনে চলা উচিৎ। না হলে রাষ্ট্রসংঘ থেকে লাভ কী? আমরা আমাদের মনের কথা বলি, এবং আমরা প্রত্যাহার বা পরিবর্তন করব না।"

"মানুষের পক্ষে কথা বলা থামাব না"

এছাড়া মাহাথির বলেন, "মানুষের পক্ষে কথা বলা থামাব না আমি। কোনও কোনও সময় আমরা যা বলি তা কেউ কেউ পছন্দ করে, কেউ পছন্দ করে না। কিন্তু তার মানে এই না যে আমরা আমাদের মত প্রকাশ করা বন্ধ করে দেব।"

আমদানি বন্ধে বড় ক্ষতির সম্মুখীন মালয়েশিয়া

আমদানি বন্ধে বড় ক্ষতির সম্মুখীন মালয়েশিয়া

মালয়েশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম অয়েল উত্পাদক দেশ; অন্যদিকে ভারত এই তেলের বৃহত্তম ক্রেতা। ভারতীয় ক্রেতারা আমদানি বন্ধ করলে মালয়েশিয়ার পাম অয়েল শিল্পখাত বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হবে। উদ্ভিজ্জ এ তেলটি মালয়েশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষি রপ্তানি পণ্য। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারত মালয়েশিয়া থেকে প্রায় ৩৯ লাখ টন পাম অয়েল আমদানি করেছে, যার বাজার মূল্য ২০০ কোটি ডলার। বছরের শুরুতে নয়াদিল্লি শুল্ক তুলে নেওয়ায় এই ৯ মাসে মালয়েশিয়া ভারতে যে পরিমাণ পাম অয়েল রপ্তানি করেছে তা গত বছরের দ্বিগুণেরও বেশি। তবে কাশ্মী ইস্যুতে মাহাথিরের মন্তব্যের জেরে বন্ধ হতে চলেছে এই ব্যবসায়িক সম্পর্ক।

ব্লক নির্বাচনের আগে ফের উত্তেজনা কাশ্মীরে, ফাটল পেট্রোলবোমা, জ্বলল দোকানব্লক নির্বাচনের আগে ফের উত্তেজনা কাশ্মীরে, ফাটল পেট্রোলবোমা, জ্বলল দোকান

English summary
Malayasia Prime minister Mahathir Mohamad stands by his comment made on Kashmir in UN General Assembly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X