For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছয় বছর পর নিজের দেশ পাকিস্তানে ফিরছেন মালালা ইউসাফজাই

নোবেলজয়ী কিশোরী মালালা ইউসাফজাই ফের একবার তার দেশ পাকিস্তানে ফিরছেন।

  • |
Google Oneindia Bengali News

নোবেলজয়ী কিশোরী মালালা ইউসাফজাই ফের একবার তার দেশ পাকিস্তানে ফিরছেন। ২০১২ সালে তালিবানদের গুলিতে প্রাণ হারানোর জোগাড় হয়েছিল মালালার। মেয়েদের পড়াশোনার অধিকার চেয়ে বদলে জুটেছিল জঙ্গিদের গুলি। তারপর দীর্ঘ পথ পেরিয়ে নোবেল শান্তি পুরস্কার ও বিশ্বজোড়া পরিচিতি।

ছয় বছর পর পাকিস্তানে ফিরছে মালালা ইউসাফজাই

মালালা এই ছয় বছরে বারবার শিরোনামে এসেছেন। প্রতিবারই নারী শিক্ষা ও নারীর অধিকার রক্ষার কথা বলেছেন। এতদিন পরে পাকিস্তানে ফেরা নিয়ে পুরোটাই অবশ্য গোপন রাখা হয়েছে। হামলা আশঙ্কা রয়েছে। তাই তাঁর কর্মসূচি এমনকী খাবার মেনু-ও জানানো হয়নি।

পাকিস্তানি সরকারি সূত্রে খবর, চারদিনের সফরে পাকিস্তানে আসছেন মালালা। প্রধানমন্ত্রী শাহিদ খাকন আব্বাসির সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন। ইসলামাবাদের বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় তাঁকে মুড়ে ফেলা হবে।

২০১২ সালের ৯ অক্টোবর সোয়্যাট উপত্যকায় বন্দুকবাজ তালিবানরা সরাসরি মালালাকে গুলি করে। মাথায় গিয়ে গুলি লাগে। সেখান থেকে তৎক্ষণাৎ মালালাকে ব্রিটেনে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। বার্মিংহ্যামে তাঁর চিকিৎসা হয়। নারী শিক্ষা ও মহিলাদের অধিকারের মুখ হয়ে উঠেছে মালালা। ২০১৪ সালে নোবেল শান্তি পুরস্কার এসেছে তার হাত ধরেই। এই মুহূর্তে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন মালালা।

English summary
The Nobel peace laureate Malala Yousafzai has returned to Pakistan, in her first visit to her native country since she was shot in the head by a Taliban gunman for advocating education for girls in 2012
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X