For Quick Alerts
For Daily Alerts
আলাস্কায় ভয়াবহ ভূমিকম্প, সুনামির স্রোত ঘিরে চাঞ্চল্য
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা। সেদেশে সুনামির স্রোত বয়ে গিয়েছে বলে খবর। এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে কোনও হাতহতের খবর নেই। তবে এদিনের ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৭.৫ ।

জানা গিয়েছে, এলাকায় সুনামি সতর্কতা জারি হয়েছে। নিচু এলাকা ছেড়ে উঁচু এলাকার দিকে মানুষ বসবাস করতে শুরু করেন। মূলত আলাস্কার দক্ষিণ উপকূলে সুনামির সতর্কতা জারি হয়েছে। মনে করা হচ্ছে সুনামির একটি ছোট স্রোত এলাকা দিয়ে বয়ে গিয়েছে। এলাকার স্যান্ড পয়েন্টে ২ ফুটের স্রোত দেখা গিয়েছে। যার হাত ধরে সুনামির সতর্কতা জারি হয়েছে।

ভয়াবহ ভূমিকম্প আলাস্কায়! জারি সুনামির সতর্কতা
এদিকে, ৩ মাস আগে এলাকায় এরকম ভূমিকম্প হয়েছিল। তারপর ফের একবার আলাস্কা সুনামির সতর্কতাকে সঙ্গে নিয়ে ভূমিকম্পের মুখোমুখি হল। এর আগে কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৮ ।