For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রুদ্ধশ্বাস মার্কিন ভোটের ফলাফলের গতি নির্ভর করছে মেইল-ব্যালট! একনজরে কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্র

  • |
Google Oneindia Bengali News

' শেষ রাত আমি জিতছিলাম, পোক্তভাবে এগিয়ে ছিলাম, বহু স্টেটসে, এমনকি বহু প্রেক্ষাপটে। ..' এরপরই তাঁর দাবি মেইল এর ব্যালটে তিনি অবিশ্বাস্যভাবে পিছিয়ে পড়েছেন। এই সুর খোদ মার্কিন রাষ্ট্রপতির কণ্ঠে। মূলত মার্কিন নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র পেনসিলভেনিয়া। আর এই কেন্দ্র সহ একাধিক জায়গায় নীল বনাম লালের যুদ্ধ চলছে আমেরিকায়। ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের ভোট যুদ্ধে গুরুত্বপূর্ণ কেন্দ্রে মেল ব্যালট পরিস্থিতি দেখা যাক।

 পেনসিলভেনিয়া

পেনসিলভেনিয়া

পেনসিলভেনিয়াতে ফিলাদেলফিয়াতে ৩৫০০০০ টি মেইল ইন ব্যালট পড়েছে। প্রিভোটিং এর এই মেইল ব্যালট খুলতেই বহু জদায়গায় রিপাবলিকান রা পিছিয়ে যান। এখানের মেইল ব্যালট শেষ করতে শুক্রবার সকাল গড়াবে বলে মনে করা হচ্ছে। এদিকে, রিপাবলিকানরা এখানে ১২০০ টি অ্যাবসেন্টি ব্যালট নিয়ে একটি আইনি মামলা করেছেন। এই এলাকার গণনার ওপর মার্কিন নির্বাচন অনেকটাই নির্ভর করছে। এখানে ভোটারদের প্রভাবিত করারও অভিযোগ তুলেছেন রিপাবলিকানরা।

 মিশিগান

মিশিগান

মিশিগানে প্রথম দিকে যতক্ষণ মেইল ইন ব্যালট ছিল না, ততক্ষণ ট্রাম্পের জয় হচ্ছিল। তবে মেইল ইন ব্যালট গণনা শুরু হতেই বাইডেনের ভোট অঙ্ক হু হু করে বাড়তে থাকে।

 নেভাদা

নেভাদা

মার্কিন নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নেভাদা। ২০১৬ সালে এখান থেকে হিলারি ক্লিন্টন একটি অল্প ব্যবধানে জয় পান। তবে এখানে বাইডেন অনেকটাই এগিয়ে। তবে এখানেও মেইল ব্যালট গণনার গতিকে রুখে দিয়েছে ।

জর্জিয়ার পরিস্থিতি

জর্জিয়ার পরিস্থিতি

মার্কিন নির্বাচনে জর্জিয়া একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকে ট্রাম্প প্রাথমিক ভোটে এগিয়ে ছিলেন। মার্কিন সময় বুধবার সকাল থেকে এখানে অ্যাবসেন্টি ব্যালটের গণনা শুরু হবে বলে খবর। এখানের ফাল্টান কাউন্টিতে এখনও ৪৮০০০ এর ওপর অ্যাবসেন্টি ব্যালট রয়েছে। এখানের ডেক্লাব কাউন্টিতে ৭৯ হাজার অ্যাবসেন্টি ব্যালট আমেরিকার স্থানীয় সময় সকাল ১১ টা থেকে।

English summary
Mail-in ballots slows tally can be biggest factor in USA presidential elections 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X