For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার গান্ধী পরিবারে করোনা থাবা, সংক্রমণে মৃত্যু মহাত্মার প্রপৌত্রের

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের থাবা এবার মহাত্মা গান্ধীর পরিবারে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল মহাত্মা গান্ধীর প্রপৌত্র সতীশ ধুপেলিয়ার৷ রবিবার দক্ষিণ আফ্রিকায় মারা যান তিনি৷ তাঁর পরিবার সূত্রে এমনই খবর৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তাঁর দিদি উমা ধুপেলিয়া রবিবার মৃত্যুর খবর জানিয়েছেন।

সতীশের মৃত্যুর খবর জানান তাঁৎ বোন

সতীশের মৃত্যুর খবর জানান তাঁৎ বোন

সোশ্যাল মিডিয়ার পোস্টে ধুপেলিয়ার বোন উমা ধুপেলিয়া-ম্যাসথ্রি লেখেন, 'নিউমোনিয়ায় এক মাসের বেশি সময় ধরে ভোগার পর আমার ভাইয়ের মৃত্যু হয়েছে৷ চিকিৎসা চলাকালীন তাঁর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছিল৷ তাঁর হৃদযন্ত্র বিকল হয়ে গিয়েছিল, যার জেরে তাঁৎ মৃত্যু হয়৷'

মহাত্মা গান্ধীর বংশধর

মহাত্মা গান্ধীর বংশধর

মহাত্মা গান্ধীর ছেলে মণিলাল গান্ধীর তিন সন্তানের মধ্যে একজন ছিলেন সীতা ধৈর্যবালা গান্ধী। শশিকান্ত ধুপেলিয়াকে বিয়ের পর তিনি দক্ষিণ আফ্রিকার ডারবানে দীর্ঘদিন বসবাস করেন। তাঁর ৩ সন্তানের মধ্যে সতীশ একজন। উমা ছাড়াও ধুপেলিয়ার আরও একটি বোন আছেন। তাঁর নাম কীর্তি মেনন৷ কীর্তিও জোহানেসবার্গেই বসবাস করেন৷ মহাত্মা গান্ধীর স্মৃতি-বিজড়িত একাধিক প্রোজেক্টের সঙ্গে তিনি যুক্ত৷ এই তিন ভাই-বোন মণিলাল গান্ধীর বংশধর৷

গান্ধী ডেভেলপমেন্ট ট্রাস্টের সঙ্গে যুক্ত ছিলেন সতীশ

গান্ধী ডেভেলপমেন্ট ট্রাস্টের সঙ্গে যুক্ত ছিলেন সতীশ

ধুপেলিয়া তাঁর জীবনের বেশিরভাগ সময় মিডিয়ায় কাজ করেছেন৷ তিনি মূলত ভিডিয়োগ্রাফার ও ফোটোগ্রাফার ছিলেন৷ এছাড়া গান্ধী ডেভেলপমেন্ট ট্রাস্টের সঙ্গে যুক্ত ছিলেন৷ সকল সম্প্রদায়ের মানুষকে সাহায্যের জন্য তাঁর নামডাক ছিল৷ এছাড়া কয়েকটি সমাজকল্যাণ সংস্থার সক্রিয় সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে বন্ধু-বান্ধব ও প্রিয়জনরা শোক প্রকাশ করেছেন৷

<strong>শীতের আমেজের মাঝেই বঙ্গোপসাগরে নিম্নচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! আছড়ে পড়বে ২৪ ঘণ্টার মধ্যেই</strong>শীতের আমেজের মাঝেই বঙ্গোপসাগরে নিম্নচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! আছড়ে পড়বে ২৪ ঘণ্টার মধ্যেই

English summary
Mahatma Gandhi's Great Grandson Satish Dhupelia lost life due to Coronavirus in South Africa
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X