For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওমানে পুত্র সহ সমু্দ্রে জলে ডুবে মৃত্যু ভারতীয় নাগরিকের, জলে ভেসে গিয়েছে কন্যাও

  • By
  • |
Google Oneindia Bengali News

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে গিয়ে বড়সড় দুর্ঘটনার মুখে পড়ল মহারাষ্ট্রের একটি পরিবার। পরিবারের কর্তা শশীকান্ত মহামানে এবং তাঁর ৬ বছরের পুত্র সন্তান সমুদ্রে স্নান করতে গিয়ে ডুবে গিয়েছেন বলে খবর। একইসঙ্গে খোঁজ মিলছে না শশীকান্তর নয় বছরের কন্যা সন্তানের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে এদিন বুধবার।

ওমানে গিয়ে জলে ডুবে মৃত্যু দুই ভারতীয়র

পুলিশ সূত্রে খবর, শশীকান্ত দুবাইয়ের বাসিন্দা ছিলেন। সেখানকার একটি সংস্থায় তিনি সেলস ম্যানেজারের কাজ করতেন। সম্পত্তি তাঁরা সপরিবারে ওমানে বেড়াতে গিয়েছিলেন। সেখানে এদিন সমুদ্রের ধারে শশীকান্তর ছয় বছরের পুত্র শ্রেয়স এবং নয় বছরের কন্যা শ্রুতি খেলছিল। আচমকা তারা জলের মধ্যে অনেকটা চলে যায়। সেই দেখে শশীকান্ত পুত্র এবং কন্যাকে বাঁচাতে জলে ঝাঁপ দেন।

তবে দুর্ভাগ্যবশত পুত্র সহ শশীকান্ত জলে ডুবে মারা গিয়েছেন। অন্যদিকে কন্যা শ্রুতিকেও সমুদ্রের জলের ঢেউ ভাসিয়ে নিয়ে গিয়েছে। শ্রুতির এখনও কোনও খবর পাওয়া যায়নি। শশীকান্ত এবং তাঁর পুত্র শ্রেয়সের দেহ উদ্ধার হয়েছে। শ্রুতির খোঁজে ওমান প্রশাসন খোঁজ চালাচ্ছে বলে জানানো হয়েছে।

মহারাষ্ট্রে যে এলাকার শশীকান্ত বাসিন্দা ছিলেন, সেখানে অন্যান্য পরিবারবর্গকে খবর দেওয়া হয়েছে। তারা ইতিমধ্যে ওমানের উদ্দেশে রওনা দিয়েছেন। তবে এমনটা যে ঘটতে পারে তা এলাকার মানুষ বিশ্বাস করতে পারছেন না।

English summary
Maharashtra Man who was working in Dubai, drown in Oman sea beach
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X