For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন করে ভূমিকম্পে কাঁপল নেপাল সহ ভারতের নানা এলাকা

  • |
Google Oneindia Bengali News

কাঠমাণ্ডু, ২৬ এপ্রিল : ফের নতুন করে ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। এদিন দুপুর ১২ টা ৩৯ মিনিট নাগাদ রিখটার স্কেলে ৬.৭ মাত্রার কম্পন অনুভূত হয় নেপালে। কাঠমাণ্ডু থেকে ১১০ কিলেমিটার দূরে কোটারিতে এই 'আফটার শক' টের পাওয়া গিয়েছে।

এছাড়াও সারা নেপাল জুড়ে ৪.৮ মাত্রা থেকে ৬.৭ মাত্রা পর্যন্ত একের পর এক কম্পনে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে নেপালে।

নতুন করে ভূমিকম্পে কাঁপল নেপাল সহ ভারতের নানা এলাকা


একইসঙ্গে ভারতেও কম্পন টের পাওয়া গিয়েছে। দিল্লি, লক্ষ্নৌ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, কলকাতা, অসম, ভুবনেশ্বর, বিহারে নতুন করে ভূমিকম্প অনুভূত হয়েছে।

এমনিতেই গতকালের ভয়াবহ কম্পনের পর বহু ঘরবাড়ি নড়বড়ে হয়ে রয়েছে। বেশকিছু বহুতল হেলে গিয়েছে। কোনওটার দেওয়ালে আবার বড় বড় ফাটল দেখা দিয়েছে। তার উপরে এদিনের আফটার শকের পর ফের একবার আশঙ্কার মেঘ তৈরি হয়েছে গোটা নেপাল জুড়ে।

প্রশাসনের তরফে সবরকমের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী কয়েকঘণ্টা বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

English summary
Magnitude 6.7 earthquake hits east of Kathmandu again
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X