For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চন্দ্রগ্রহণ ৫ জুলাই ২০২০: গ্রহণের রাতে 'বাক মুন' উঠবে আকাশে!নামকরণের অজানা তথ্য একনজরে

চন্দ্রগ্রহণ ৫ জুলাই ২০২০: গ্রহণের রাতে 'বাক মুন' উঠবে আকাশে!নামকরণের অজানা তথ্য একনজরে

  • |
Google Oneindia Bengali News

এক মাসের মধ্যে পর পর ৩ টি গ্রহণ। বলা ভালো ৩০ দিনের মধ্যে পর পর ৩ টি গ্রহণ। ২০২০ সাল এমনই এক বিরল ঘটনার সম্ভার সামনে আনছে। আগামী ৫ জুলাই এই ৩০ দিনের মধ্যে সর্বশেষ গ্রহণটি সংগঠিত হতে চলেছে। এই গ্রহণ ঘিরে একাধিক তথ্য সামনে আসছে।

৫ জুলাই চন্দ্রগ্রহণের সময়, ক্ষণ

৫ জুলাই চন্দ্রগ্রহণের সময়, ক্ষণ

৫ জুলাই চন্দ্রগ্রহণের সময় শুরু হবে সকাল ৮:৩৮ মিনিটে। ভারতীয় সময় সকালে এই গ্রহণের 'ক্ষণ' থাকায়, এদিনের গ্রহণ পরিলক্ষিত হবে না ভারত থেকে। সেদিন বেলা ১১:২১ মিনিট নাগাদ উপচ্ছায়া অন্তি পর্যায়ে যাবে। এরপর গ্রহণ চলবে দুপুর ২ :৪৩ মিনিট পর্যন্ত।

কোন কোন দেশে দেখা যাবে এমন ঘটনা ?

কোন কোন দেশে দেখা যাবে এমন ঘটনা ?

মূলত উত্তর ও পূর্ব ইওরোপ, আফ্রিকার বিস্তীর্ণ ভূভাগ , উত্তর আমেরিকার বহু অংশে দেখা যাবে এই গ্রহণ। ভারত মহাসাগরের কিছু জায়গা থেকে এই গ্রহণ দেখা যাবে।

বাক মুন ও চন্দ্রগ্রহণ

বাক মুন ও চন্দ্রগ্রহণ

জুলাই মাসের চাঁদকে বাক মুন বলা হয়। উল্লেখ্য, এই 'বাক মুন'এর সময়ই সংগঠিত হচ্ছে চন্দ্রগ্রহণ। 'বাক' বলতে ইংরেজি ভাষায় বিশেষ ধরনের হরিণকে বোঝায়। সেই হরিণের নাম অনুসারে জুলাই মাসের পূর্ণিমার চাঁদ 'বাক মুন' নামে পরিচিত। অনেক সময় এই চাঁদকে 'থান্ডার মুন'ও বলা হয়। উল্লেখ্য, 'এই থান্ডার মুন' ঝড় বৃষ্টির রাতের সঙ্গে যুক্ত। ঝোড়ো হাওয়ার রাতে এই চাঁদের উদয় হয় বলে পাশ্চাত্যের উপজাতি সংস্কৃতিতে একে 'থান্ডার মুন' বলা হয়।

৩০ দিনে ৩ গ্রহণ ও ব্রিটিশ রাজপরিবার

৩০ দিনে ৩ গ্রহণ ও ব্রিটিশ রাজপরিবার

উল্লেখ্য, ব্রিটেনের রাজপরিবারের বহু ঘটনার সঙ্গেই গ্রহণ জড়িত। কারোর জন্ম তো কারোর মৃত্যু , সমস্ত বিষয়ের সঙ্গে ব্রিটেনের রাজপরিবারের সম্পর্ক রয়েছে। এদিকে, ৫ জুলাইয়ের গ্রহণ সহ একসঙ্গে ৩০ দিনে পর পর ৩ টি গ্রহণ সম্পন্ন হল। যা মাহাজাগতিক দিক থেকে একটি বড় ঘটনা বলে মনে করা হয়। এমন এক ঘটনায় ব্রিটেনের রাজ পরিবার ঘিরে জ্যোতিষমহলে আলোচনা শুরু হয়েছে।

English summary
Lunar eclipse on 5 July 2020 falls with Buck moon
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X