For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩৫ বছর পুরনো জটিল অঙ্কের সমাধান, তবে পড়তে লাগবে আরও ১ কোটি হাজার বছর!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

প্যারিস, ৯ জুলাই : ৩৫ বছর পুরনো এক জটিল অঙ্কের সমাধান করেছেন তিন অ্যাংলো-আমেরিকান ব্যক্তি। তবে এখানেই শেষ নয়। জানা গিয়েছে, তা যাচাই করতে বা পড়তে অন্তত আরও এক হাজার কোটি বছর সময় লাগবে। [হিংসা, রাগ বাড়ার পিছনে রয়েছে পরিবেশের কারসাজি]

'বুলিয়ান পিথাগোরিয়ান ট্রিপলস' নামে র‌্যামসে তত্ত্বের অন্তর্গত সমাধান না হওয়া এই ধাঁধা এতদিন পর্যন্ত কেউ উদ্ধার করতে পারেননি। তিন দশক আগে মার্কিন গণিতবিদ রোনাল্ড গ্রাহাম একটি ঘোষণায় জানান, এই অঙ্কের ধাঁধাটি সমাধান করতে পারলে ১০০ ডলার পুরস্কার দেওয়া হবে। [এই দেশে প্রথম খোঁজ মিলেছিল এইচআইভি ভাইরাসের]

৩৫ বছর পুরনো অঙ্কের সমাধান, তবে পড়তে লাগবে আরও ১ হাজার বছর!

তারপরেও তিন দশক পেরিয়ে গেলেও তার সমাধান হয়নি। অবশেষে এতদিনে মারিজন হিউল, অলিভার কুলম্যান ও ভিক্টর মারেক নামে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের তিন কৃতী এই ধাঁধার সমাধান করেছেন বলে দাবি করেছেন। ফ্রান্সে আন্তর্জাতিক 'স্যাটিসফিয়াবিলিটি টেস্টিং মেথড' (SAT) এর মঞ্চে এই কঠিন ধাঁধার উত্তর তাঁরা পেশ করেছেন। [এবার জলের ফোঁটায় চলবে কম্পিউটার]

'কিউব অ্যান্ড কনকার' পদ্ধতি ব্যবহার করে তাঁরা এই সাফল্য পেয়েছেন বলে দাবি করেছেন। তবে সমস্যা হল অন্য জায়গায়। জানা গিয়েছে, এই ধাঁধার উত্তর রয়েছে ২০০ টিবি ডেটার মধ্যে। এমনটাই জানিয়েছে ফ্রান্সের জাতীয় গবেষণা কেন্দ্র।

এত বিপুল পরিমাণ ডেটা পরীক্ষা করে দেখতে অন্তত ১০ বিলিয়ন বছর বা ১ হাজার কোটি বছর লাগতে পারে বলে জানা গিয়েছে। এখন দেখার এই সমস্যার সমাধান কীভাবে হয়। ['গুগল ইমেজ' কীভাবে তৈরি হল? নেপথ্যের মজাদার কাহিনি জানেন কি?]

English summary
Longest maths proof would take 10 billion years to read France
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X