For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের ২৫ হাজারের বেশি সংখ্যালঘু সম্প্রদায়কে এলটিভি দেওয়া হয়েছে

‌বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের ২৫ হাজারের বেশি সংখ্যালঘু সম্প্রদায়কে এলটিভি দেওয়া হয়েছে

Google Oneindia Bengali News

স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই লোকসভায় জানিয়েছেন যে ২৬,৭৮৯টি দীর্ঘ মেয়াদি ভিসা (‌এলটিভি)‌ অনুমোদিত হয়েছে বিদেশিদের জন্য, যার মধ্যে ২৫,৭৮২টি ভিসা গত পাঁচ বছরে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য অনুমোদন হয়েছে।

‌বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের ২৫ হাজারের বেশি সংখ্যালঘু সম্প্রদায়কে এলটিভি দেওয়া হয়েছে


লোকসভায় প্রতিবেশী দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে ভিসা অনুমোদনের এক প্রশ্নের লিখিত জবাবে রাই জানান, এলটিভি অনুমোদিত হয়েছিল ২৬,৭৮৬ জন বিদেশিদের জন্য ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। ওই সংখ্যালঘু সম্প্রদায় ভারতে আসার পর এই ভিসার অনুমোদন পায়। প্রতিমন্ত্রী বলেন, '‌এরমধ্যে ২৫,৭৮২ জন বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের, ওই সময়কালে ভারতে আসার পর তাঁদের এলটিভি দেওয়া হয়েছিল। শ্রীলঙ্কার সংখ্যালঘুদের ক্ষেত্রে এলটিভি দেওয়ার কোনও নির্দেশ নেই।’‌

নিত্যানন্দ রাই লোকসভায় এও জানিয়েছেন যে এলটিভি নিয়ে যাঁরা ভারতে বসবাস করছেন তাঁদের সরকার অনেক সুযোগ–সুবিধা দিয়েছেন। তিনি বলেন, '‌পাঁচ বছরের এই দীর্ঘ মেয়াদি ভিসায় এই এলটিভি অধিকারীরা তাঁদের সন্তানদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আইটি ইনস্টিটিউটে রাজ্য সরকারের কোনও বিশেষ অনুমতি ছাড়াই ভর্তি করিয়েছেন। এছাড়াও দেশের সব জায়গায় বিনা বাধায় ঘোরা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড ও আধার নম্বরও সরকার তাঁদের সরবরাহ করেছে।’‌

English summary
LTV has been granted to 26,786 such foreigners from january 1 2015 to december 31, 2019 after their arrival in india‌
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X