For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লন্ডনের রাসেল স্কোয়ারে ছুরি নিয়ে হামলা, হত ১ আহত ৬, গ্রেফতার আততায়ী

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

লন্ডন, ৪ অগাস্ট : ফের ইউরোপে আততায়ী হামলা। এবার লন্ডনের রাসেল স্কোয়ারে ছুরি নিয়ে হামলা চালাল এক আততায়ী। বুধবার রাত সাড়ে ১০ টা নাগাদ হামলা চালানো হয়েছে। ঘটনায় একজন নিহত ও ৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লন্ডন পুলিশ। [২০১৬-য় জঙ্গি হামলায় কতবার রক্তাক্ত হয়েছে ইউরোপ, দেখে নিন টাইমলাইন]

ঘটনায় ১৯ বছরের এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। তরুণের মানসিক অবস্থা খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি এটি সন্ত্রাসবাদী হামলা কিনা সেই দিকটিও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর থেকেই গোটা লন্ডন জুড়ে নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এলাকা সুরক্ষিত করতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। [টাওয়ার ছাড়াই মোবাইলে যোগাযোগের নয়া উপায় বাতলেছে পাক জঙ্গিরা!]

লন্ডনের রাসেল স্কোয়ারে ছুরি নিয়ে হামলা, হত ১ আহত ৬

জানা গিয়েছে, রাসেল স্কোয়ারে এক যুবককে ছুরি নিয়ে ঘুরতে দেখা গিয়েছে, এই তথ্য জানিয়ে ফোন যায় পুলিশের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বিশাল পুলিশ বাহিনী ও অ্যাম্বুলেন্স। হামলার অল্প কিছু ক্ষণের মধ্যেই ঘটনাস্থল ঘিরে ফেলা হয়। হামলার ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। [আল আদনানির এই ঘোষণার পরই সারা বিশ্বে রমরমা আইএস জঙ্গিদের]

রাসেল স্কোয়ার, সেন্ট্রাল লন্ডনের একটি জনবহুল এলাকা। বহু মানুষের ভিড় এখানে লেগেই থাকে। এলাকা সুরক্ষিত রাখতে অতিরিক্ত পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছে। কেউ কোনও খবর পেলেই পুলিশে জানাতে অনুরোধ করা হয়েছে। [বারবার কেন ফ্রান্সকেই নিশানা বানাচ্ছে জঙ্গিরা? কী কারণ? জেনে নিন]

English summary
London knife attack: One dead, six injured, 19-year-old arrested
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X