For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনের পর কবে থেকে রেল ও বিমানে বুকিং শুরু হবে! কোন তথ্য উঠে এলো

  • |
Google Oneindia Bengali News

লকডাউন ২১ দিনের পরও আবার এগিয়ে যাবে কী না তা নিয়ে সংশয় সকলেরই ছিল। তবে সেই সংশয় দূর করে কেন্দ্র সাফ ভাষায় জানিয়ে দিয়েছে যে , ভারতে ১৪ এপ্রিলের পর থেকে লকডাউন উঠে যাবে। সেই মতো সিবিএসই সহ বিভিন্ন পাঠক্রম ও শিক্ষা প্রতিষ্ঠান একাধিক বড় সিদ্ধান্ত নিয়েছে। এবার রেল ও বিমানের টিকিট বুকিং এর ক্ষেত্রেও এলো বড়সড় সিদ্ধান্ত।

লকডাউনের পর কবে থেকে রেল ও বিমানে বুকিং শুরু হবে! কোন তথ্য উঠে এলো

অনেকেই এমন রয়েছেন যাঁরা টিকিট বুকিং এর ক্ষেত্রে উৎকণ্ঠায় ভুগছেন। আর লকডাউনের জেরে ঠিক করে উঠতে পারছেন না যে কবে টিকিট বুকিং বা টিকিট রিশিডিউল করবেন! এমন পরিস্থিতিতে জানা গিয়েছে, আগামী ১৫ এপ্রিল থেকেই রেল ও বিমানেরর টিকিট বুকিং এর কাজ শুরু হবে। ওয়েস্টার্ন রেলের তরফ থেকে জানানো হয়েছে যে , যেহেতু কেন্দ্র জানিয়ে দিয়েছে যে ১৪ এপ্রিলের পর থেকে আর লকডাউন থাকবে না। তাইই এমন সিদ্ধান্ত।

এদিকে লকডাউনের মধ্যেও ভারতে করোনা পরিস্থিতি ক্রমাগত সংকট জনক হয়ে উঠছে। এদিন স্বাস্থ্যমন্ত্রক জানিয়ে দিয়েছে যে, '১৬৩৮ টি কোভিড ১৯ এর ঘটনা রয়েছে দেশে। সেখানে ৩৮ টি মৃত্যুর ঘটনা ঘটেছে। ১৩২ জন সেরে উঠেছেন। তবে গতকাল থেকে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। আর এটা মূলত হয়েছে তবলিঘি জামাতের সদস্যদের সফরের জেরে।'

English summary
Lockdown in India, Railways, airlines begin bookings from April 15
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X