For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE লাদাখে ভারতীয় সীমানার কাছেই নির্মাণ কাজ চালাচ্ছে চিন, জানিয়েছেন আমেরিকা

  • By
  • |
Google Oneindia Bengali News

মে মাস থেকেই ভারত-চিন সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত। গালওয়ান উপত্যকায় জুন মাসে দুই দেশের সংঘর্ষে ২০জন ভারতীয় সেনার মৃত্যু হয়। এরপর আরও উত্তপ্ত হয় পরিস্থিতি। দু'দেশের তরফেই লাদাখ সীমান্তে প্রচুর সেনা মোতায়েন করা হয়েছে। ভারতের তরফে চিনের সেনার মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়। দু'দেশের মধ্যে সমঝোতার চেষ্টা চলে। প্রশাসনিক, কূটনৈতিক এবং সামরিক স্তরে একাধিক বৈঠক হয়। যদিও এখনও সীমান্তে সংঘর্ষ পরিস্থিতি বহাল। এবার ভারত কী পদক্ষেপ করে তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই সংক্রান্ত সমস্ত আপডেট পান একনজরে।

LIVE ফের চিনের প্ররোচনায় উত্তপ্ত লাদাখ, যোগ্য জবাব ভারতের

Newest First Oldest First
9:34 PM, 29 Nov

লাদাখে ভারতীয় সীমানার কাছেই নির্মাণ কাজ চালাচ্ছে চিন, জানিয়েছেন আমেরিকা
9:38 PM, 27 Nov

৪০ হাজার ফুট উচ্চতায় উঠেও কাজ চালিয়ে যেতে পারে এই অত্যাধুনিক ড্রোনগুলি। পাশাপাশি উড়তে পারে লাগাতার ৩০ ঘণ্টা ধরে। এমনকী ৫০০০ নট্যিকাল মাইল পাড়ি দেওয়ার ক্ষমতা রাখে এই মার্কিন এমকিউ-নাইনবি সি গার্জেন।
9:38 PM, 27 Nov

সেনা সূত্রে খবর, ইতিমধ্যেই ভারতীয় মহাসাগরে চিনের গতিবধির ওপর নজরদারির কাজও শুরু করেছে সদ্য আগত এই মার্কিন ড্রোনগুলি।
9:37 PM, 27 Nov

ড্রোনের সঙ্গে আমেরিকান ক্রু-রাও ভারতে এসেছেন বলে জানা যাচ্ছে। ভারতীয় সেনাকে নতুন ড্রোন চালনায় প্রশিক্ষণ দিতেই তাদের ভারতে আগমণ বলে জানা যাচ্ছে।
9:37 PM, 27 Nov

ড্রোনের সঙ্গে আমেরিকান ক্রু-রাও ভারতে এসেছেন বলে জানা যাচ্ছে। ভারতীয় সেনাকে নতুন ড্রোন চালনায় প্রশিক্ষণ দিতেই তাদের ভারতে আগমণ বলে জানা যাচ্ছে।
9:37 PM, 27 Nov

ড্রোনগুলিকে বর্তমানে তামিলনাড়ুর রাজালিতে নাভাল এয়ার স্টেশনে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে।
9:37 PM, 27 Nov

এর জন্য ভারতের সঙ্গে আমেরিকার কত টাকার চুক্তি হয়েছে সেই বিশেষ কোনও তথ্য সংবাদমাধ্যমের কাছে এসে পৌঁছায়নি।
9:37 PM, 27 Nov

আগামীতে ভারত মহাসাগরে চিনের গতিবিধির উপর নজর রাখতে বিশেষ কাজে আসবে এই অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি ড্রোনগুলি। এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের।
9:36 PM, 27 Nov

সূত্রের খবর, এমকিউ-নাইনবি সি গার্জেন নামে দুটি ড্রোনকে এক বছরের জন্য লিজ নিয়েছে ভারতীয় নৌসেনা।
9:36 PM, 27 Nov

একদিকে যখন সীমান্তে ক্রমেই বেড়েছে চিনা আগ্রাসন, তথন অন্যদিকে গত কয়েক মাসে সামরিক সম্পর্কের মধ্য দিয়ে অনেকটাই মজবুত হয়ে ইন্দো-মার্কিন সম্পর্ক।
9:36 PM, 27 Nov

সূত্রের খবর, ভারত মহাসাগরে নজরদারিতে জোর দিতে দুটি বিশেষ ক্ষমতাশালী ড্রোন লিজ নিল ভারত।
8:51 AM, 27 Nov

চিনের ৪০৫৬ কিলোমিটার সীমান্তে চিন ক্রমাগত পরিকাঠামো বাড়াতে শুরু করল।
12:53 AM, 27 Nov

প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় স্থিতাবস্থা বজায় রয়েছে বলে পূর্ব লাদাখ নিয়ে মন্তব্য করেছে চিনের প্রশাসন।
12:53 AM, 27 Nov

আট রাউন্ডের কম্যান্ডার লেভেলের বৈঠকের পরও সমাধান সূত্র বেরোয়নি। নবম বৈঠক কবে হবে তা চিন এখনও নিশ্চিত করে জানায়নি।
12:53 AM, 27 Nov

ট্রুপ ডিসএনগেজমেন্ট নিয়ে ভারত-চিন দুই দেশ বেশ কয়েকমাস হল দ্বন্দ্বে লিপ্ত। এই দ্বন্দ্ব কবে মিটবে তার আভাস কোনওভাবেই পাওয়া যাচ্ছে না। ফলে এই শীতে দুই পক্ষের সেনা যে সীমান্তের দুপাশে মোতায়েন থাকবে তা এখনই বলে রাখা যায়।
1:08 AM, 26 Nov

এই ড্রোনগুলিকে ইতিমধ্যে ভারত মহাসাগর এলাকায় কাজে লাগানো হয়েছে। আইএনএস রাজালি, তামিলনাড়ুতে নাভাল স্টেশনে এগুলি রয়েছে। প্রয়োজনে এগুলিকেই লাদাখ সীমান্তে আনা হতে পারে।
1:08 AM, 26 Nov

লিজে মার্কিন মুলুক থেকে ড্রোন নিয়ে এসেছে ভারত। তা লাদাখ সীমান্তে মোতায়েন করা হতে পারে বলে শোনা গিয়েছে।
10:38 AM, 25 Nov

শক্তির অবস্থান থেকে চিনকে জড়িত করার ক্ষেত্রে ভারতকে মূল অংশীদার হতে হবে: অ্যান্টনি ব্লিংকেন
12:37 AM, 25 Nov

লাদাখ দ্বন্দ্বের মাঝেই চিন তাদের পশ্চিম সীমান্তে আরও বেশ কিছু ফাইটার জেট মোতায়েন করছে বলে জানা গিয়েছে। চিন গত কয়েকমাস ধরেই লাদাখ সীমান্তে দ্বন্দ্ব জিইয়ে রেখে দুই দেশের সম্পর্ককে তলানিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।
12:35 AM, 25 Nov

এবারের ৪৩টি চিনা অ্যাপ ব্লক করার আগে কেন্দ্র ৫৯টি চিনা অ্যাপ আগেই ব্লক করেছে। প্রতিরক্ষা, নিরাপত্তা সম্পর্কিত ঝুঁকি থাকায় এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
6:02 PM, 24 Nov

চিন লাদাখ সীমান্তে আরও যুদ্ধবিমান মোতায়েন করছে সংঘাতের আবহে। নবম পর্যায়ে সেনা স্তরীয় বৈঠকের আগে ফের চড়ল সীমান্তের পারদ।
6:01 PM, 24 Nov

আলি সাপ্লায়ার্স মোবাইল অ্যাপ, আলিবাবা ওয়ার্কবেঞ্চে, আলি এক্সপ্রেস,আলিপে ক্যাশিয়ার,লালামুভ ইন্ডিয়া,ড্রাইভ উইথ লালামুভ,স্ন্যাক ভিডিও। ক্যামকার্ড বিজনেস কার্ড রিডার, সোউল নামের অ্যাপ রয়েছে নিষেধাজ্ঞার তালিকায়।
6:00 PM, 24 Nov

পর পর কয়েক দফায় চিনের একের পর এক অ্যাপ ভারতের বুকে নিষিদ্ধ করেছে মোদী সরকার। লাদাখ সংঘাতের আবহে একাধিক অ্যাপ ভারতের গুপুত্বপূর্ণ তথ্য পাচার করেছে বলে অভিযোগ ওঠে আগেই। এরপরই কেন্দ্র কোমর কষে। এবার সেই ঘটনার কয়েক মাস পরেই ফের ভারতে আরও ৪৩ টি অ্যাপ নিষিদ্ধ হল।
1:54 PM, 24 Nov

চিনের মিডিয়া প্রকাশিত ভুটান সীমান্তে একটি নতুন গ্রাম তৈরি হচ্ছে। যা বিতর্কিত জমিতে তৈরি হচ্ছে বলে খবর।
9:42 AM, 24 Nov

ডোকলাম সীমান্তে চিনের তৈরি গ্রাম নিয়ে শোরগোল শুরু।
12:49 AM, 24 Nov

লাদাখ সীমান্তে ভারতীয় বায়ুসেনা আরও আক্রমণাত্মক রণকৌশল নেওয়ার পরিকল্পনা করছে।
12:49 AM, 24 Nov

অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু তিব্বত সীমান্তের পাশে হাইওয়ে, রেল প্রকল্প তৈরির চাহিদা প্রকাশ করেছেন।
7:01 PM, 23 Nov

জাপানের সঙ্গে যুদ্ধে এই টানেল ডিফেন্স মেকানিজম ব্যবহার করেছিল চিনা সেনা
7:00 PM, 23 Nov

চিনের মোকাবিলায় লাদাখে টানেল খুঁড়ছে ভারতীয় সেনা
6:58 PM, 23 Nov

ভবিষ্যতে জীবনধারনে অসুবিধায় পড়তে পারেন স্থানীয় বাসিন্দারা
READ MORE

English summary
Live updates of India-China Border Clash in Ladakh in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X