For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোনও খোঁজ নেই বিক্রমের, পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাল ইসরো

দিন দশেক আছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রাভিযান মুখ থুবড়ে পড়েছে। পৃথিবীর চতুর্থ দেশ হিসাবে চাঁদের মাটিতে নামতে চলেছিল ভারত।

  • |
Google Oneindia Bengali News

দিন দশেক আছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রাভিযান মুখ থুবড়ে পড়েছে। পৃথিবীর চতুর্থ দেশ হিসাবে চাঁদের মাটিতে নামতে চলেছিল ভারত। এবং প্রথম দেশ হিসাবে দক্ষিণ মেরুতে অবতরণের কথা ছিল। আপাতত দুটো স্বপ্নই থমকে গিয়েছে। ল্যান্ডার বিক্রম চন্দ্রপৃষ্ঠ থেকে ২.১ কিলোমিটার ওপরে থাকা অবস্থায় পাল্টি খেয়ে সম্ভবত চাঁদের মাটিতে পড়েছে। যা থেকে কোনও সঙ্কেত ইসরোর কাছে পৌঁছয়নি। এই অবস্থায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান এলআরও খোঁজ দেবে কেমন আছে বিক্রম। তার ছবি তুলে পাঠাবে।

LIVE বিক্রম কেমন আছে, কোথায় আছে, ছবি তুলে জানাবে নাসা

Newest First Oldest First
11:34 PM, 17 Sep

এত মানিষের স্বপ্নকে পাথেয় করে ইসরো আরও অনেকদূর এগিয়ে যাবে। এমনটাই টুইটারে জানিয়েছে ইসরো।
11:33 PM, 17 Sep

সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
2:56 PM, 17 Sep

চন্দ্রপৃষ্ঠে নামার শেষ ১৫টি মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই সময় অভিযান ব্যর্থ হওয়ার ভয় থাকে। প্রথম ১১ মিনিট ঠিকঠাক কাটলেও তারপরেই ছবিটা পাল্টে যায়। সেই সময় বিক্রমকে সামান্য পাশ ফিরতে হতো। যাতে ক্যামেরা চন্দ্রপৃষ্ঠের ছবি ভালোভাবে নিতে সক্ষম হয়। সেই পাশ ফিরতে গিয়েই একেবারে পাল্টি খেয়ে যায় বিক্রম।
2:51 PM, 17 Sep

জানা গিয়েছে, চন্দ্রপৃষ্ঠে নামার প্রাকমুহুর্তে একেবারে সমারসল্ট খেয়ে উল্টে যায় ল্যান্ডার বিক্রম। একেবারে চিৎ হয়ে পড়ে চাঁদে।
1:03 PM, 17 Sep

চাঁদের দক্ষিণ মেরুতে এখন আঁধার নেমে এসেছে। ফলে বিক্রমের খুব বেশি স্পষ্ট ছবি নাসার ক্যামেরায় ধরা না পড়ারই সম্ভাবনা রয়েছে।
1:02 PM, 17 Sep

যেখানে ল্যান্ডার বিক্রমের নামার কথা ছিল, সেই জায়গায় পৌঁছে যাবে নাসার এলআরও।
1:01 PM, 17 Sep

দশ দিন পরে ইসরোর বিক্রম ল্যান্ডারের সুলুক সন্ধানে নামছে নাসা। অবস্থান জানিয়ে পাঠাতে পারে ছবি।

English summary
LIVE : Nasa lunar orbiter LRO to find Chandrayaan 2 Lander Vikram
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X