For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরব দুনিয়ায় মোদী, সফরনামায় দিলেন সৌহার্দ্য আর সম্পর্ক মজবুতের বার্তা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিম এশিয়া সফরের একটি বড় দিক হল আরব সফর। দুটি দেশের কূটনৈতিক তথা রাজনৈতিক প্রেক্ষাপটের পরিসীমা থেকে প্রধানমন্ত্রীর এই সফর বেশ গুরুত্বপূর্ণ।

  • By Sritama
  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিম এশিয়া সফরের একটি বড় দিক হল আরব সফর। দুটি দেশের কূটনৈতিক তথা রাজনৈতিক প্রেক্ষাপটের পরিসীমা থেকে প্রধানমন্ত্রীর এই সফর বেশ গুরুত্বপূর্ণ। এই মুহুর্তে নরেন্দ্র মোদী রয়েছেন আবু ধাবিতে। সেখানে রবিবার তাঁর একগুচ্ছ কর্মসূচি রয়েছে। এক নজরে চোখ বুলিয়ে নেওয়া যাক, তাঁর আজকের কর্মসূচির ওপর।

প্রধানমন্ত্রীর পশ্চিম এশিয়া সফরে রবিবারের কর্মসূচি ঘিরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

প্রধানমন্ত্রীর আজ ওয়াহত-আলা-কারামা পরিদর্শন করার কথা। এই সৌধটি আরব এমিরেটসের সেনা শহিদদের শ্রদ্ধা জানাতে তৈরি হয়েছে। এর আগে শনিবার আবুধাবিতে পৌঁছন ভারতের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীমোদীর সংবর্ধনায় এলাহি আয়োজন ছিল আরবের রাজপুত্রের তরফে। এছাড়াও দুটি দেশের মধ্যে একাধিক মৌ চুক্তি স্বাক্ষরতি হয়। দুটি দেশের মোট ৫ টি মৌ স্বাক্ষরিত হয়েছে। শক্তি , প্রতিরক্ষা, বিনিয়োগ সহ একাধিক বিষয়ে এই মৌগুলি স্বাক্ষরিত হয়।

এদিকে, রবিবার , গাল্ফ কর্পোরেশন কাউন্সিলের বাণিজ্য বিষয়ক ব্যক্তিত্বদের সঙ্গে দেখা করেন মোদী।

এছাড়াও আজ আরবের প্রধানমন্ত্রী ও উপ রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করে বৈঠকে বসবার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। আরবের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে আজ বক্তৃতা দেওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। এরপরই বিকেল ৫ টা নাগাদ তিনি মাসকটের উদ্দেশে রওনা হবেন।

English summary
List Of things PM Modi to do On Sunday in his UAE visit.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X