For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরের উপরে পাকিস্তানের নজর! চিন থেকে অস্ত্র কিনছে ইসলামাবাদ, একনজরে তালিকা

Google Oneindia Bengali News

চিন থেকে যুদ্ধাস্ত্র যাচ্ছে পাকিস্তানে। ভারতের গোয়েন্দা সংস্থা এমনই দাবি করেছে। চিন-পাকিস্তানের এমন পদক্ষেপে আবারও কাশ্মীর নিয়ে উদ্বেগে ভারত। চিনের থেকে পাকিস্তান কিনছে ৮০ হাজার স্টিল বুলেট। যা ভারতের জন্য অত্যন্ত উদ্বেগের খবর। চিন থেকে একাধিক সমরাস্ত্র নিয়ে পাকিস্তান নিজের অস্ত্রভান্ডার সমৃদ্ধ করার পদক্ষেপে ক্রমাগত এগিয়ে যাচ্ছে।

১০ সদস্যের দল চিনে গিয়ে অস্ত্র কারখানা ঘুরে আসে

১০ সদস্যের দল চিনে গিয়ে অস্ত্র কারখানা ঘুরে আসে

এ দিকে পাকিস্তান সেনার একটি ১০ সদস্যের দল চিনে গিয়ে অস্ত্র কারখানায় পণ্য দেখে এসেছে বলেও খবর রয়েছে ভারতীয় গোয়েন্দাদের হাতে। জানা যায়, পাকিস্তান চিনের কাছ থেকে ৩ থেকে ৪ হাজারটি ব্যালিস্টিক বুলেট প্রুফ জ্যাকেট কিনছে। সাথে কেনা হচ্ছে বেলুন রাডার। যার দ্বারা আকাশ থেকে মাটিতে নজরদারি করা যায়।

এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম

এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম

তাছাড়া তিনটি ESHORAD FM-90 এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম কিনছে পাকিস্তান। পাকিস্তান ১০০ সেট QW-18 SAM কিনছে। পাকিস্তান ৯টি LY-80 LOMADS-ও কিনছে চিনের থেকে। এছাড়া পাকিস্তান Z-10ME হেলিকপ্টরও কিনছে চিন থেকে।

পর্বতারোহনের সামগ্রী কিনছে পাকিস্তান

পর্বতারোহনের সামগ্রী কিনছে পাকিস্তান

চিনের থেকে পর্বতারোহনের সামগ্রী কিনছে পাকিস্তান। মনে করা হচ্ছে আগামী দিনে বরফে ঢাকা পাহাড় ডিঙিয়ে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টা করতে পারে পাকিস্তান। তার জন্যেই চিনের থেকে এই জিনিসগুলি কিনছে পাকিস্তান। এছাড়াও উচ্চতায় দরকার পরে এরকম ১৫ ধরনেপ পোশাক কিনছে পাকিস্তান।

শীতকালীন পোশাক

শীতকালীন পোশাক

চিনের থেকে তীব্র শীত আটকানোর মতো টুপি, পর্বতারোহীদের পোশাক, পর্বতারোহীদের গ্লাভস, চামড়ার গ্লাভস, বরফে ঢাকা পাহাড়েও জল খাওয়া যায় এমন পানীয় জলের বোতল, ধ্বসে চাপা পড়লে সঙ্কেত দেওয়ার যন্ত্র, ভাঁজ করা যায় এমন মই, তার কাটার যন্ত্র, ফেস প্রোটেক্টর,গ্লেসিয়ার হ্যাট, পার্কার জ্যাকেট কিনছে পাকিস্তান।

আইএসআই-এর জন্যে সরঞ্জাম

আইএসআই-এর জন্যে সরঞ্জাম

তবে শুধু পাক সেনাবাহিনীই নয়, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-ও চিনের সঙ্গে কিছু পণ্য কেনার বিষয়ে চুক্তি করতে যাচ্ছে বলে খবর গিয়েছে। জানা গিয়েছে তারা চাইছে প্রচুর পরিমাণে 'হাই অল্টিটিউড গুডস' বা উঁচু পাহাড়ে ব্যবহারের সামগ্রী।

চিনের থেকে পাকিস্তান বেশ কিছু রাডার কিনছে

চিনের থেকে পাকিস্তান বেশ কিছু রাডার কিনছে

এছাড়া চিনের থেকে পাকিস্তান বেশ কিছু রাডার কিনছে। এই রাডারগুলির মাধ্যমে পাক সেনাবাহিনী সীমান্তে ভারতীয় সুরক্ষা বাহিনীর চলাচলের উপর দূর থেকে নজরদারি করতে পারবে। এলওসি-র নিকটবর্তী এলাকায় এগুলি মোতায়েন করা হবে। এছআড়াও পাকিস্তান চিনের থেকে অন্তত ৩০০০ থেকে ৪০০০টি 'মিলিটারি কমব্যাট ব্যালিস্টিক বুলেট প্রুফ জ্যাকেট' কিনতে চলেছে।

English summary
List of weapon systems Pakistan is buying from China for putting pressure on India about Kashmir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X