For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনকে বিশ্বাস করবেন না! ভারতের ভূয়সী প্রশংসা করে ট্রাম্পের কাছে কোন চিঠি পৌঁছে গেল

  • |
Google Oneindia Bengali News

ভারত যা করেছে তা সঠিক! এভাবেই মার্কিন কংগ্রেস সদস্য নিজের চিঠিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন। চিন প্রসঙ্গে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে চিঠি পাঠালেন মার্কিন কংগ্রেসের এক সদস্য।

 চিঠিতে ভারতের নজির সামনে..

চিঠিতে ভারতের নজির সামনে..

ভারত চিনের ব্যবসা নিয়ে যে পদক্ষেপ নিয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন ওই মার্কিন কংগ্রেসের সদস্য। তিনি জানান, যেভাবে ভারত চিনেক ৫৯ টি অ্যাপ নিষিদ্ধ করেছে ,তা অভূতপূর্ব। ফলে সেই রাস্তাই অনুসরণযোগ্য।

মার্কিন প্রেসিডেন্টকে সতর্কতা

মার্কিন প্রেসিডেন্টকে সতর্কতা

চিন নিয়ে আমেরিকাও যেন মোদী সরকারের মতো পদক্ষেপ নেয়, তার জন্য মার্কিন সরকারের কাছে আর্জি জানিয়েছে ন ও মার্কিন সদস্য। তিনি ট্রাম্পকে পাঠানো চিঠিতে সাফ লেখেন যে চিনকে বিশ্বাস করবেন না। চিনের টিকটক, বা সেদেশের সোশ্যাল মিডিয়া অ্যাপ বা ওয়েবসাইটের থেকে মার্কিন ডেটা নিরাপদে রাখার বিষয়ে প্রেসিডেন্টের ভাবা উচিত।

 চিনের কমিউনিস্ট পার্টির গুপ্তচরবৃত্তি

চিনের কমিউনিস্ট পার্টির গুপ্তচরবৃত্তি

মার্কিন কংগ্রেসের সদস্যের চিঠিতে প্রসঙ্গ ছিল চিনের কমিউনিস্ট পার্টির। কংগ্রেস সদস্যের দাবি, চিনের কমিউনিস্ট পার্টি গুপ্তচরবৃত্তি করছে আমেরিকায়। যার হাত থেকে মার্কিন সমস্ত তথ্যাদি গোপনে নিরাপদে রাখা প্রয়োজন।

চিনকে সায়েস্তা করতে উঠে পড়ে লেগেছেন ট্রাম্প

চিনকে সায়েস্তা করতে উঠে পড়ে লেগেছেন ট্রাম্প

চিনের দ্রব্য ও ব্যবসাকে যাতে দেশের মাটিতে আটকে দেওয়া যায় , তার জন্য ব্রিটেন সহ একাধিক দেশের রাষ্ট্র নেতাদের আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বুঝিয়েছেন। এই বার্তা নিজেই ট্রাম্প দিয়েছেন। ট্রাম্প বলেন, ' আনরা অনেক দেশকে বুঝিয়েছি। আমি নিজে নিজে এটা করেছি.. যে হুয়াওয়ে যেন না ব্যবহার করা হয়। এটা নিরাপত্তার জন্য ঠিক নয়। এটা নিরাপত্তার জন্য বড়সড় আশঙ্কার জিনিস।'

কুলভূষণকে বাঁচাতে বদ্ধপরিকর ভারত, পাকিস্তানের মুখোশ খুলতে নিঃশর্ত অ্যকসেসের দাবি কুলভূষণকে বাঁচাতে বদ্ধপরিকর ভারত, পাকিস্তানের মুখোশ খুলতে নিঃশর্ত অ্যকসেসের দাবি

English summary
Like India USA should not trust China says US Congress member to Trump
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X