For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবরোধ-হরতালে স্তব্ধ দেশ, ভোগান্তি জনতার

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

বাংলাদেশ হিংসা
ঢাকা, ৭ জানুয়ারি: দশম সাধারণ নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে শুরু হওয়া হরতালে বিপর্যস্ত গোটা বাংলাদেশ। গতকাল সকাল ছ'টা থেকে শুরু হয়েছে এই হরতাল। বুধবার সকাল পর্যন্ত তা চলার কথা।

নির্বাচনে যথেচ্ছ রিগিং, সন্ত্রাসের অভিযোগ এনে গতকাল থেকে ৪৮ ঘণ্টার হরতাল শুরু করে বিএনপি এবং সহযোগী দলগুলি। এর পাশাপাশি চলছে অনির্দিষ্টকালের অবরোধও। প্রসঙ্গত, নির্বাচনের আগেও কয়েক দফায় এমন টানা হরতালের ডাক দেওয়া হয়েছিল। আবার সেই পরিস্থিতি ফিরে আসায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সারা দেশ স্থবির হয়ে গিয়েছে। ভেঙ্গে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। জায়গায় খাদ্যদ্রব্য, আনাজপাতি নিয়ে ট্রাক দাঁড়িয়ে আছে সার বেঁধে। জিনিসপত্রে পচন ধরায় কোটি-কোটি টাকার লোকসান হচ্ছে ব্যবসায়ীদের। দীর্ঘমেয়াদি অবরোধের জেরে পোশাক শিল্প পড়েছে ঘোর সঙ্কটে। প্রশাসন সূত্রে খবর, নারায়ণগঞ্জ, চাঁদপুর, ফেনী, ঝালকাঠি, নড়াইল, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, মেহেরপুর, সাতক্ষীরা ইত্যাদি জায়গায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে রেখেছে বিএনপি সমর্থকরা।

হরতালের সমর্থনে মঙ্গলবার ঢাকা-সহ দেশের বিভিন্ন স্থানে মিছিল হয়েছে। পরিস্থিতির মোকাবিলায় নামানো হয়েছে অতিরিক্ত পুলিশ। সম্ভাব্য গোলমালকারীদের ধরতে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে।

English summary
Life paralyzed as strike continues in Bangladesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X