For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০০৮ মুম্বই হামলা : কীভাবে ছক কষেছিল জঙ্গিরা, জেলে বসে স্মৃতিচারণে জানাল লস্কর জঙ্গি হ্যাডলি

  • |
Google Oneindia Bengali News

নিউইয়র্ক, ২২ এপ্রিল : ২০০৮ সালে ভয়াবহ মুম্বই হামলার কথা আমরা সবাই জানি। জলসীমান্ত ব্যবহার করে পাকিস্তানি লস্কর-ই-তৈবা জঙ্গিরা ভারতে ঢুকে মুম্বইয়ের বিভিন্ন জায়গা কব্জা করে নিয়ে প্রায় দেড়শো জন নিরপরাধ মানুষকে হত্যা করেছিল।

সেই ঘটনার অন্যতম অপরাধী আমেরিকার পাকিস্তানি বংশোদ্ভূত লস্কর জঙ্গি ডেভিড হ্যাডলি জেলে বসে সেই নৃশংস ঘটনার স্মৃতিচারণ করল। কেন সে নাশকতার সঙ্গে নিজেকে জড়িয়ে নিয়েছিল, কীভাবে ভারতে নাশকতার ছক কষা হয়েছিল, তার জন্য তারা কীভাবে প্রস্তুতি নিয়েছিল, এসব সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছে সে।

২০০৮ মুম্বই হামলা : কীভাবে ছক কষেছিল জঙ্গিরা, জেলে বসে স্মৃতিচারণে জানাল লস্কর জঙ্গি হ্যাডলি


পাশাপাশি নিজের জঙ্গি হয়ে ওঠা নিয়েও সব কথাই জানিয়েছে হ্যাডলি। আমেরিকার এক সংবাদমাধ্যমে হ্যাডলির এই স্মৃতিকথা ফলাও করে প্রকাশিত হয়েছে।

মুম্বই হামলা নিয়ে হ্যাডলি জানিয়েছে, "আমাদের পরিকল্পনা ছিল, একটি ভারতীয় মাছধরার নৌকা কব্জা করার যাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর চোখা সহজেই ধূলো দিয়ে সহজেই মুম্বই সীমান্তের গন্তব্যে পৌঁছনো যায়।"

নিজে কীভাবে এই চক্রে এসে পড়ল সেকথা বলতে গিয়ে সে জানিয়েছে, ২০০০ সালে তার সঙ্গে লস্কর-ই-তৈবা জঙ্গিদের আলাপ হয়। সেইবছরের নভেম্বরে সে লস্করের বার্ষিক সভায় অংশগ্রহণ করে। তার কথায়, "ভারত থেকে কাশ্মীরকে মুক্ত করতে লস্কর নেতাদের বক্তব্য আমায় মুগ্ধ করে।" এরপর ধীরে ধীরে হ্যাডলি লস্করের 'হোলটাইমার' হয়ে যায়।

২০০২ সালে বেসিক মিলিটারি ট্রেনিং নেয় হ্যাডলি। কীরকম ছিল সেই ট্রেনিংয়ের অভিজ্ঞতা? সে জানিয়েছে, দিনের মধ্যে বেশিরভাগ সময় তাদের গাছের নিচে, গুহার মধ্যে লুকিয়ে থাকতে হতো। এছাড়া একে-৪৭, নাইন এম এম পিস্তল, আরপিজি, গ্রেনেড ইত্যাদি নিয়ে তাদের ট্রেনিং দেওয়া হয়েছিল।

২০০৫ সালে লস্করের তরফে তার আসল নাম দাউদ গিলানিকে পরিবর্তন করে খ্রিস্টান কোনও নাম নিতে বলা হয় যাতে আমেরিকা জুড়ে হ্যাডলি অবাধে বিচরণ করতে পারে।

ডেভিড হ্যাডলির কথায়, "আমায় দেখতে একেবারেই পাকিস্তানিদের মতো নয় ফলে আমায় ভারতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।" আর এভাবেই ভারতে এসে প্রত্যেকটি হামলার জায়গা মেপে যায় হ্যাডলিরা। এরপর সশস্ত্র অবস্থায় এসে ২০০৮ সালের ২৬ নভেম্বর থেকে টানা তিনদিন মুম্বই সহ সারা দেশ স্তব্ধ করে দিয়ে ১৫৪ জনকে হত্যা করে।

English summary
LeT terrorist David Headley writes memoir in prison on 26/11 attacks
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X