For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লিপ ইয়ারের ফাঁদ, শতায়ু ঠাকুমা পালন করলেন ২৫তম জন্মদিন

Google Oneindia Bengali News

একেই বলে বয়স থেমে থাকা। লিপ ইয়ারের ফাঁদে পড়ে একশো বছরের বৃদ্ধা ২৯ ফেব্রুয়ারি শনিবার পালন করলেন তাঁর ২৫তম জন্মদিন। ডোরিস ক্লিফ ২৫তম বার তাঁর আসল জন্মদিন পালন করলেন এ বছর।

১০০ বছরের ঠাকুমার ২৫তম জন্মদিন

হ্যাম্পশায়ারের ব্রুনেল কোর্টের বাসিন্দা ডোরিস শনিবার তাঁর ২৫তম জন্মদিন উপলক্ষ্যে বিশেষ পার্টির আয়োজন করেছিলেন। ওই এলাকার বাসিন্দা এবং তাঁর বন্ধু–বান্ধবরা এসেছিলেন এই জন্মদিনের পার্টিতে। ডোরিস বলেন, '‌আমি গোটা জীবন অপেক্ষা করেছি বিখ্যাত হওয়ার জন্য আর সেটা এরকমভাবে হল।’‌ তিনি আরও বলেন, '‌আমি কখনও স্বপ্নেও ভাবিনি যে আমি এতদিন পর্যন্ত বাঁচব। আমার মা মারা যান অনেক অল্প বয়সেই এবং আমার দিদাও ৪৭ বছর বয়সে মারা গিয়েছিলেন। কিন্তু আমি আর আমার বোন, যার বয়স ৯৮, এতদিন পর্যন্ত বাঁচলাম।’‌ অবসরপ্রাপ্ত হেয়ার ড্রেসার ডোরিস তাঁর পরিবারের সঙ্গে এই দিনটি পালন করলেন।

ডোরিস জানিয়েছেন, এই ১০০ বছরে তিনি আলাদা কিছু অনুভব করছেন না তাঁর ২৫তম জন্মদিনে। তিনি বলেন, '‌আমি এ সব কিছু চাইনি কিন্তু আমার পরিবার বহুদিন ধরে এটা নিয়ে আলোচনা করেছেন এবং আমি আমার এক সাত বছরের নাতির থেকে চিঠি পেয়েছি, সে আমায় চিঠির নীচে লিখেছিল রাণি আমার ঠিকানা জানে কিনা?‌’‌ তিনি আরও বলেন, '‌আমি রাণির থেকে চিঠি পাওয়ার অপেক্ষায় রয়েছি।’

একশো বছর বেঁচে থাকার রহস্য কি?‌ ডোরিস জানিয়েছেন এর পেছনের রহস্য হল ভালো খাও আর হেঁটে সুস্থ থাক। তিনি বলেন, '‌আমি সবসময় কঠোর পরিশ্রম করতাম, কিন্তু অনেক হাঁটতামও আর আমার মনে হয় হাঁটা আমাদের পক্ষে ভালো। এটা আমাদের সুস্থ রাখে, অন্তত তা আমার ক্ষেত্রে হয়েছে।’‌‌ ১৯৭৯ সালে ডোরিসের স্বামী মারা যান এরপর তিনি মেয়ে–জামাইয়ের সঙ্গে থাকতে শুরু করেন। ৪০ বছর তাঁদের সঙ্গে থাকার পর মেয়ে মারা যাওয়ায় তিনি একাই থাকেন। তাঁর দুই নাতি–নাতনি ও তিনজন পপৌত্র ও ২ জন পপৌত্রের সন্তান রয়েছে।

English summary
100 year old woman, celebrating her 25th birthday, all because of leap year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X