For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রাম্পের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার গুরুতর অভিযোগ নিয়ে সরব মার্কিন রাজনীতিকরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে এবার তদন্তের দাবি তুললেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের ১০০ জন সদস্য।

  • |
Google Oneindia Bengali News

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে এবার তদন্তের দাবি তুললেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের ১০০ জন সদস্য। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এই ধরনের গুরুতর অভিযোগের ভিত্তিতে তদন্তের দাবি নিঃসন্দেহে একটি বড় ঘটনা মার্কিন রাজনীতির ইতিহাসে। সদস্যরা এই নিয়ে মার্কিন লেজিসলেটিভ কর্তৃপক্ষের দ্বারা তদন্ত সংগঠিত করার দাবি জানিয়েছেন। বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক গোটা ঘটনাটি ঠিক কী।

মূল দাবি

মূল দাবি

মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক উইমেনস ওয়ার্কিং গ্রুপের তরফে একটি চিঠি প্রকাশ করে জানানো হয়েছে যে সমস্ত মহিলা ডোলান্ড ট্রাম্পের হাতে যৌন হেনস্থার শিকার হয়েছেন , বা নিগৃহিতা হয়েছেন তাঁরা যাতে ন্যায় বিচার পান তার ব্যবস্থা হোক।

মহিলাদের অভিযোগ

মহিলাদের অভিযোগ

উইমেনস ওয়ার্কিং গ্রুপের চিঠিতে জানানো হয়েছে প্রায় ১৭ জন মহিলার সঙ্গে অশালীনভাবে যৌন আচরণ করেছেন ট্রাম্প। কাউকো জোর করে চুম্বন করা থেকে গায়ে অশালীনভাবে ছোঁয়া , সমস্তরকমের অভিযোগ রয়েছে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে।

ট্রাম্পের সাংবাদিক হেনস্থা

ট্রাম্পের সাংবাদিক হেনস্থা

২০০৫ সালে ট্রাম্পের তৃতীয় বিয়ের বিবাহ বার্ষিকীর খবর করার সময়ে নাতাশা স্টয়নফ নামের এক সাংবাদিককে জোর করে ট্রাম্প চুম্বন করে বলে অভিযোগ করেন ওই সাংবাদিক। তবে ট্রাম্প পরবর্তীকালে প্রশ্ন তোলেন যদি সেরকম ঘটনা ঘটেই থাকে তাহলে সেই কথা নিজের রিপোর্টে কেন লেখেননি নাতাশা? এছাড়াও গার্ডিয়ান পত্রিকার এক সাংবাদিকও ট্রাম্পের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ আনেন। এ নিয়ে তিনি ট্রাম্পের বিরুদ্ধে 'ল স্যুট' ও করেন। তবে তা কোর্টের বাইরেই মীমাংসিত হয় বলে খবর।

অভিযোগ অস্বীকার করে ট্রাম্প

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি টুইট করে মঙ্গলবারই গোটা ঘটনাকে 'ফেক নিউজ' বা ভুয়ো খবর বলে দাবি করেন।

অভিযোগর উৎস 'মি টু'

অভিযোগর উৎস 'মি টু'

মার্কিন যুক্তরাষ্ট্রে হলিউড প্রযোজক হার্ভ উইনস্টনের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার ঘটনাকে কেন্দ্র কের বিভিন্ন মহিলা হার্ভের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন। সেই সূত্র ধরেই মার্কিন ডেমোক্রেটিক দলের সদস্যরা এই তদন্তের দাবি তোলেন।

English summary
More than 100 Democratic lawmakers in the United States have signed on to a call for a House of Representatives oversight committee to probe sexual assault and harassment claims against President Donald Trump.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X