পোলিং বুথে কুখ্যাত জঙ্গিনেতা হাফিজ সইদ, পাক-নির্বাচনে তার রাজনৈতিক পদক্ষেপ নিয়ে কিছু তথ্য
সন্ত্রাসের বাতাবরণ পাকিস্তানকে কার্যত বারুদেরস্তূপে পরিণত করেছে। আর পাকিস্তানকে সন্ত্রাসের আঁতুর ঘর তৈরির অন্যতম কারিগর জঙ্গি নেতা হাফিজ সইদ। সেদেসে আজ চলছে ১১ তম সাধারণ নির্বাচন। নির্বাচনে অংশ নিয়েছে নওয়াজ শরিফের পিএমএল, বিলাওয়াল ভুট্টোর পিপিপি, অমরান খানের তেহরিক-এ-ইনসাফ। লড়ছে পাক জঙ্গি হাফিজ সইদের আল্লাহ-ও-আকবর-তেহরিক।
|
হাফিজের রাজনৈতিক উত্থান
উল্লেখ্য, মিল্লি মুসলিম লিগের অফিশিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, তারা মহম্মদ আলি জিন্নার আদর্শে পাকিস্তানকে গড়তে চায়। গোটা দেশকে ইসলামের আদর্শে ও জন উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়াই এই রাজনৈতিক দলের উদ্দেশ্য।

পাক প্রশাসনের পদক্ষেপ
এর আগে পাকিস্তানের নির্বাচন কমিশন কিছুতেই মেনে নেয়নি জঙ্গি হাফিজ সইদের পার্টিকে । মিল্লি মুসলিম লিগকে কিছুতেই রেজিস্ট্রেশন দিতে চায়নি পাকিস্তান প্রশাসন। কারণ ততদিনে মিল্লি মুসলিম লিগকে বিদেশী সন্ত্রাসবাদী সংগঠনের আওতায় ফেলে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বাজিমাত হাফিজের!
শেষমেশ পাকিস্তান প্রশাসনকে মাত দেয় জামাত প্রতিষ্ঠাতা হাফিজ। নিজের দলের ২০০ জন প্রার্থীকে আল্লাহ-ও-আকবর-তেহরিক পার্টির আওতায় রেখে পাকিস্তানের সাধারণ নির্বাচনে দাঁড় করিয়ে দেয় হাফিজ। উল্লেখ্য, এই আল্লাহ-ও-আকবর-তেহরিক পার্টির রেজিস্ট্রেশন আগে থেকেই হয়ে গিয়েছিল।