For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উহানে বন্ধ সব থেকে বড় অস্থায়ী হাসপাতাল! এলাকা ছাড়লেন স্বাস্থ্যকর্মীরা

উহানে বন্ধ সব থেকে বড় অস্থায়ী হাসপাতাল! এলাকা ছাড়লেন স্বাস্থ্যকর্মীরা

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের সংক্রমণে চিনে সব থেকে ক্ষতিগ্রস্ত ছিল উহান। সেই উহানে বুধবার বন্ধ করে দেওয়া হল সব থেকে বড় অস্থায়ী হাসপাতাল। ফেব্রুয়ারিতে সেই হাসপাতাল তৈরি করা হয়েছিল। পাশাপাশি এই হাসপাতালে কাজ করতে আসা প্রায় হাজার খানেক স্বাস্থ্যকর্মীদের শেষ দলচি এদিন উহান ছেড়ে গিয়েছেন।

থান্ডার গড মাউন্টেন হাসপাতাল

থান্ডার গড মাউন্টেন হাসপাতাল

চিনের হুবেই প্রদেশের রাজধানী হল উহান। ফেব্রুয়ারিতে সেখানেই এই হাসপাতাল তৈরি করা হয়েছিল। করোনা ভাইরাসে অসুস্থদের চিকিৎসার জন্য রেকর্ড ১০ দিন সময়ে সেই হাসপাতাল তৈরি করা হয়েছিল। এদিন বন্ধ হাওয়া হাসপাতালটি ১০০০ বেডের। উহানে এরকম আরেকটি হাসপাতাল তৈরি করা হয়েছিল।

 বন্ধ করে দেওয়া হয়েছে বাকি অস্থায়ী হাসপাতালগুলিও

বন্ধ করে দেওয়া হয়েছে বাকি অস্থায়ী হাসপাতালগুলিও

এই দুই হাসপাতাল ছাড়াও চিন আরও ১৪ টি অস্থায়ী হাসপাতাল তৈরি করেছিল। এর সবগুলিই সম্প্রতি বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে এইসব হাসপাতাল বন্ধ করে দেওয়া হলেও, চিনে নতুন করে সংক্রমণের খবর পাওয়া গিয়েছে।

উহানে লকডাউন ছিল ৭৭ দিনের

উহানে লকডাউন ছিল ৭৭ দিনের

চিন প্রশাসনের তরফে হুবেই প্রদেশের জন্য ৪২ হাজার চিকিৎসাকর্মী মোতায়েন করা হয়েছিল। উহানে লকডাউন শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি। আর সেই লকডাউন তুলে নেওয়া হয় ৮ এপ্রিল। চিনে প্রায় ৩ হাজার স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

চিন-রাশিয়া সীমান্তে বাড়ছে সংক্রমণ

চিন-রাশিয়া সীমান্তে বাড়ছে সংক্রমণ

চিনের উত্তর পূর্বে রাশিয়ার সঙ্গে সীমান্ত এলাকায় স্থানীয়ভাবে সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। চিন রাশিয়া সীমান্তের সুইফেন শহর অপর একটি উহান হয়ে উঠতে পারে বলে মনে করছেন কেউ কেউ। যার জেরে রাশিয়া ছাড়তে শুরু করেছে চিনের বাসিন্দারা।

করোনা লকডাউনে অ্যাম্বুলেন্স না পেয়ে স্কুটারে চাপিয়ে হাসপাতালে পৌঁছল রোগী, সঙ্গে সঙ্গে মৃত্যুকরোনা লকডাউনে অ্যাম্বুলেন্স না পেয়ে স্কুটারে চাপিয়ে হাসপাতালে পৌঁছল রোগী, সঙ্গে সঙ্গে মৃত্যু

English summary
Largest makeshift hospital in China's Wuhan is closed by the administration. Last Batch of medics leave.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X