For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিয়ে করলেন ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন, পাত্রীর বাবাও কুখ্যাত জঙ্গি

জানা গিয়েছে ৯/১১ হাইজ্যাকার মহম্মদ আট্টার কন্যার সঙ্গে বিয়ে হয়েছে ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের। সম্ভবত আফগান মাটিতে হয়েছে এই বিয়ের অনুষ্ঠান।

Google Oneindia Bengali News

বিয়ে করলেন আল কায়দা জঙ্গি গোষ্ঠীর প্রাক্তন প্রধান ওসামা বিন লাদেনের পুত্র হামজা বিন লাদেন। অপারেশন ৯/১১-এর অতি পরিচিত মুখ মহম্মদ আট্টার মেয়ের সঙ্গে তার বিয়ে হয়েছে বলে জানিয়েছেন ওয়ামার দুই সতভাই আহমেদ ও হাসান আল-আট্টা। হামজার খোঁজখবর সঠিক না জানলেও তাঁদের অনুমান আফগান মাটিতেই সম্ভবত শুভপরিণয় হয় হামজার।

ওসামার সতভাইরা খবর পেয়েচেন সৌদি আরবে আশ্রয় নেওয়া ওসামা বিল লাদেনের পরিবারের জীবিত সদস্যদের কাছ থেকে। ওসামার মৃত্যুর পর ততকালীন সৌদি ক্রাউন প্রিন্স বিন নায়েফ তাদের সেখানে আশ্রয় দিয়েছিলেন।

হামজা বিন লাদেন

হামজা বিন লাদেন

ওসামা বিন লাদেনের সবচেয়ে প্রিয় পুত্র ছিলেন হামজা। পিতার মৃত্যুর পর থেকেই সে ওসামার মৃত্য়ুর প্রতিশোধের জন্য আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের উপর হামলা করার আহ্বান দেয়। বাবার মতোই গোপন আস্তানা থেকে তাঁর বিভিন্ন উস্কানিমূলক ভিডিও প্রকাশিত হয়। আল কায়দা গোষ্ঠীর নেতৃত্বে দু'নম্বর ব্যক্তি এখন হামজাই। তবে আল কায়দার বর্তমান প্রধান আয়মান আত-জাওয়াহিরির বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার অক্ষমতা, ক্যারিশমার অভাব ইত্যাদি বিভিন্ন অভিযোগ রয়েছে। তাই আল কায়দার অনেকেই চান হামজকেই প্রধান করা হোক।

ওসামার সঙ্গে সম্পর্ক

ওসামার সঙ্গে সম্পর্ক

ওসামার বিভিন্ন চিঠি পত্র থেকে জানা গিয়েছে, হামজা যে শুধু তাঁর প্রিয় সন্তান ছিলেন তাই নয়, হামজাকে ছোট থেকেই আলকায়দার সর্বময় নেতা হিসেবেই গড়ে তুলতে চেয়েছিলেন ওসামা। নিজের ছায়ায় বড় করে তুলতে চেয়েছিলেন হামজাকে। আবার যখন চারিদিক থেকে কোনঠাসা হয়ে গিয়েছেন, তখন হামজাকে নিরাপদ এলাকায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। অথচ, খালিদ, সাদ -এরকম বেশ কয়েকজন সন্তানের মৃত্য়ু ঘটেছিল ওসামার জীবদ্দশাতেই।

হামজার মা

হামজার মা হলেন ওসামার জীবিত থাকা স্ত্রীদের অন্যতম খাইরিয়াহ সাবার। হামজার মতো তিনিও ওসামার অত্যন্ত কাছের মানুষ ছিলেন। পাটরাণীই বলা যায়। এমনকী ওসামার মৃত্যুর সময়ও তিনি তাঁর সঙ্গেই ছিলেন। বর্তমানে তিনি শরণার্থী হিসেবে সৌদি আরবে থাকেন।

মহম্মদ আট্টা

মহম্মদ আট্টা

অপারেশন ৯/১১-য় সবচেয়ে পরিচিত সন্ত্রাসবাদী ছিলেন মহম্মদ আট্টা। আদতে মিশরের নাগরিক আট্টা ওই ঘটনার অন্যতম হাইজ্যাকার ছিলেনই শুধু নয়, ঘটনার অন্যতম কমান্ডার ছিলেন তিনি। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ারে যে বিমানটি ধাক্কা মেরেছিল, সেটি চালিয়েছিলেন তিনিই। জার্মানীতে পড়তে গিয়েই তিনি আল কায়দায় সংস্পর্ষে এসেছিলেন। পরে আফগানিস্তানে গিয়ে ওসামার অত্যন্ত ভরসার পাত্র হয়ে ওঠেন। তাঁর মেয়ের সঙ্গেই ওসামা-পুত্র হামজার বিবাহ সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।

ওসামার মৃত্যু

ওসামার মৃত্যু

২০১১ সালের ২ মে পাকিস্তানের অ্যাবটাবাদে হামলা চালিয়ে ওসামা বিন লাদেনকে গুলি করে হত্য়া করে মার্কিন সেনা। সেসময় হামজার বয়স ছিল ২২। তখন অবধি হামজাকে সন্ত্রাসবাদী কাজে লিপ্ত থাকতে দেখা যায়নি। কিন্তু বাবার মৃত্যুর পর থেকেই তার হুমকি দেওয়া শুরু হয়। গত দু বছরে যার মাত্রা অত্যন্ত বেড়ে গিয়েছে। আইএস জঙ্গি গোষ্ঠীর পতনের পর এখন হামজার নেতৃত্বে আল কায়দা আবার মাথা চাড়া দেবে বলে আশঙ্কা অনেক বিশ্লেষকের।

English summary
Osama bin Laden's son Hamza bin Laden is reported to get married to 9/11 hijacker Mohamed Atta's daughter. Probably the marriage ceremony occurred in Afghanistan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X