For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখ -পারদ চড়তেই মাস্টারস্ট্রোক দেওয়ার অপেক্ষায় ভারত! অপটিক্যাল ফাইবার কেবল নিয়ে কোনপথে চিন

লাদাখ সংঘাতের পারদ চড়তেই মাস্টারস্ট্রোক দেওয়ার অপেক্ষায় ভারতীয় সেনা! চিন অপটিক্যাল ফাইবার নিয়ে কোনপথে

  • |
Google Oneindia Bengali News

লাদাখ সংঘাতের তাপ উত্তাপ এখনও অব্যাহত। বিস্তারবাদে উন্মত্ত চিন কোনও মতেই লাদাখের জমি ছাড়তে যেমন চাইছে না, তেমনই সূচাগ্র মেদিনীতে লালফৌজ পা রাখলেই যোগ্য জবাব দেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে ভারতীয় সেনা । এমন এক পরিস্থিতিতে লাদাখের বুকে একের পর এক ঘটনা প্রবাহ উঠে আসছে।

নাছোড়বান্দা চিন ও অপটিক্য়াল ফাইবার কেবল

নাছোড়বান্দা চিন ও অপটিক্য়াল ফাইবার কেবল

গালওয়ানে পিছু হটলেও চিন লাদাখের একাধিক জায়গা থেকে কিছুতেই পিছু হটতে চাইছে না। ডেপসাং, গোগর হট স্প্রিং, প্যানগংয়ের মতো এলাকায় অপটিক্যাল ফাইবার কেবল পাতা নিয়ে ধীরে ধীরে স্পর্ধা বাড়াচ্ছে চিন। তবে বেগতিক দেখলে , ভারতও কড়া জবাব দিতে মাস্টারস্ট্রো কের প্রস্তুতি নিচ্ছে।

বড় পদক্ষেপ নিতে পিছু হটবে না দিল্লি

বড় পদক্ষেপ নিতে পিছু হটবে না দিল্লি

চিনের সেনা লাদাখ সীমান্তের ১৫৯৭ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে। সীমান্ত এলাকা থেকে কিছুতেই সরতে চাইছে না তাঁরা। যার অর্থ দাঁড়ায় যে চিনের সেনা কোনও মতেই উত্তেজনা প্রশমন করতে চাইছে না। আর তা নিয়ে ভারতীয় সেনা সূত্রে কড়া জবাবের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগ্রাসী মনোভাব দেখলেই চিনের সেনাকে ভারত একই অস্ত্রে জবাব দেবে বলে খবর ।

চিনের দখলদারির অবদার

চিনের দখলদারির অবদার

উল্লেখ্য, ১৯৮৪ সালে অপরেশন মেঘদূতের হাত ধরে ভারত সালতোর রিজ ও সিয়াচেন হিমবাহে দাপটের অবস্থানে রয়েছে। সেই সময় থেকে টানা ৩৬ বছর উচ্চ পাবত্য এলাকা থেকে সিয়াচেনকে নিরাপত্তা দিচ্ছে ভারতীয় সেনা। এদিকে, চিন চাইছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার প্যানগং সহ বহু এলাকা থেকে আগে সরে যাক ভারতীয় সেনা। যা কার্যত হাস্যকর আবদার বলে বহু বিশেষজ্ঞই উড়িয়ে দিচ্ছেন।

 সম্মুখ সমরেও পিছপা নয় ভারত

সম্মুখ সমরেও পিছপা নয় ভারত

লালাকেল্লা থেকে ১৫ অগাস্টের ভাষণে মোদী এই বার্তা সাফ বুঝিয়ে দিয়েছেন যে , দেশের সীমান্ত রক্ষার ক্ষেত্রে প্রয়োজনে সমস্ত লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে ভারতীয় সেনা। চিনা আগ্রাসন যে পথেই যাক, ভারত জমি ছাড়বে না বলে সাফ বার্তা উঠে আসছে দিল্লির অন্দরমহল থেকে।

দক্ষিণ চিন সাগরের সংঘাতে আসরে 'শিপ কিলার' মিসাইল নামাল চিন! কোন হুমকিতে যুদ্ধের পারদ চড়ছেদক্ষিণ চিন সাগরের সংঘাতে আসরে 'শিপ কিলার' মিসাইল নামাল চিন! কোন হুমকিতে যুদ্ধের পারদ চড়ছে

English summary
Ladakh Stand off, How India answers China on de escalation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X