For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখে চিন এই সময়কেই কেন বেছে নিল দ্বিতীয়বার আক্রমণের জন্য! গোয়েন্দা রিপোর্টে মিলল উত্তর

লাদাখে চিন এই সময়কেই কেন বেছে নিল লাদাখে দ্বিতীয়বার আক্রমণের জন্য! গোয়েন্দা রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

  • |
Google Oneindia Bengali News

চিন কোন নীতিতে এগিয়ে যায় যুদ্ধের ময়দানের দিকে, তা ভারতের কাছে স্পষ্ট করে দিতে আমেরিকার গোয়েন্দারা এবার ময়দানে নেমেছেন। ২৯-৩০ অগাস্ট লাদাখের মাটিতে চিন-ভারত সংঘর্ষ নিয়ে তাদের রিপোর্টে মার্কিন গোয়েন্দারা বহু তথ্য তুলে ধরেছেন।

চিন কোন ছকে চলে?

চিন কোন ছকে চলে?

মূলত পেন্টাগনের কটি বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, চিন যুদ্ধের ময়দানে এমন কূটনীতি খেলে ,যেখানে চিন শত্রুকে উস্কানি দিয়ে দেয়। তবে এমন উস্কানি দেয়, যার বিরুদ্ধে অস্ত্রগতভাবে কোন দেশ ব্যবস্থা নিতে পারে না। এভাবেই যুদ্ধের ময়দানে মাইন্ড গেম খেলতে তৎপরতা দেখিয়ে আসছে চিন।

ড্রাগনদের চেনা খেলা!

ড্রাগনদের চেনা খেলা!

বারবার উস্কানি দিয়ে অপর প্রান্তকে তিতিবিরক্ত করাই চিনের তাবড় গেমপ্ল্যান লাদাখের ক্ষেত্রেও তাইই করার চেষ্টা করেছে জিনপিং বাহিনী। তবে লালফৌজের ক্ষমতা না মেপেই জিনপিংয়ের এমন পদক্ষেপই ড্রাগনদেরে লাদাখে ব্যকফুটে রেখেছে বলে দাবি গোয়েন্দা মহলের।

 কিন্তু জিনপিং কোন গেম-এ ব্যকফুটে গেলেন?

কিন্তু জিনপিং কোন গেম-এ ব্যকফুটে গেলেন?

এদিকে, যুদ্ধের খেলায় পারদর্শী জিনপিংয়ের দেশের গোয়েন্দা সেক্টর জিনপিংকে ধোঁকা দিয়ে দিয়েছে বলে খবর। ভারত লাদাখে কী পরিমাণে প্রস্তুত ও, চিনকে নিয়ে ভারতীয়দের মধ্যে কোন কোন ক্ষোভ রয়েছে, তা আঁচই করতে পারেনি চিন। ফলে লাদাখের মাটিতে ভারতীয় সেনার হাতে সহজে ধাক্কা খায় জিনপিং বাহিনী।

 কেন চিন এই সময়কেই বেছে নিল লাদাখে দ্বিতীয়বার আক্রমণের জন্য?

কেন চিন এই সময়কেই বেছে নিল লাদাখে দ্বিতীয়বার আক্রমণের জন্য?

মার্কিন গোয়েন্দা রা মনে করছেন সামনেই মার্কিন নির্বাচনের আগে ভারত ও আমেরিকার গুরুত্বপূর্ণ কিছু চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। আর্থিকভাবে ধরাশায়ী চিন তা মেনে নিতে পারছে না। তাই আগে, পিছু না ভেবেই আমেরিকা -ভারত আতাঁত মেটাতে চিন লাদাখের বুকে এমন হিংসাত্মক দ্বিতীয় আক্রমণের জন্য অগাস্টের শেষের দিকের সময়কেই বেছে নিয়েছে। মার্কিন গোয়েন্দাদের দাবি, ভারত আক্রমণ করে পরোক্ষে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে চিন।

লাদাখের মাটিতে চিন ইচ্ছে করে প্যানগং সীমান্ত ধরে হানা দেয়! মার্কিন গোয়েন্দা তথ্য কী বলছে লাদাখের মাটিতে চিন ইচ্ছে করে প্যানগং সীমান্ত ধরে হানা দেয়! মার্কিন গোয়েন্দা তথ্য কী বলছে

English summary
Ladakh faceoff, US Intelligence shows in which pattern Xi army got into back foot
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X