
নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য! কুয়েতের মল থেকে সরানো হচ্ছে ভারতীয় পণ্য, ভিডিও ভাইরাল
নবীকে (Prophet) নিয়ে বিজেপি (BJP) মুখপাত্র নূপুর শর্মার (Nupur Sharma) বিতর্কিত মন্তব্যের জেরে ভারতের ওপরে চাপ বাড়ানো দেশের সংখ্যা ক্রমেই দীর্ঘ হচ্ছে। কুয়েত, কাতার, ইরান, সৌদি আরবকে দিয়ে শুরু হওয়ার পরে সেই তালিকায় যুক্ত হয়েছে আরব আমিরশাহী, জর্ডন এবং ইন্দোনেশিয়ার নামও। অন্যদিকে, এই সব ইসলামী দেশগুলির কোনও কোনও মল থেকে ভারতীয় পণ্য সরিয়ে নেওয়ার চিত্রও সামনে এসেছে। ইতিমধ্যে কুয়েতে (Kuwait) সেই ধরনের একটি ভিডিও (video) ভাইরাল (Viral)হয়েছে।
পণ্য সরাচ্ছে কুয়েতের মল
আরব নিউজের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কুয়েত শহরের একটি মল আল আরদিয়া কো-অপারেটিভ সোসাইটির কর্মীরা তাদের তাক থেকে ভারতীয় চা ও অন্য পণ্য সরিয়ে ফেলছেন কিংবা প্লাস্টিক দিয়ে ঢেকে দিচ্ছেন। সঙ্গে বিজেপি নেত্রী
নূপুর শর্মার মন্তব্যকে ইসলামোফোবিক বলেও নিন্দা করতে দেখা গিয়েছে।

নবীকে অপমান মানা হবে না
মলের সিইও নাসের আল-মুতাইরিকে বলতে শোনা যাচ্ছে নবীকে অবমাননার কারণে তারা ভারতীয় পণ্য বয়কট করছেন। তাঁরা কুয়েতের মুসলিমরা নবীকে অপমান করাকে মেনে নেবেন না বলেও জানিয়েছেন।
উপসাগরীয় দেশগুলির অনেক জায়গাতেই ভারতীয় পণ্য বয়কটের জন্য বেশ কিছু আহ্বান করা হয়েছে। পাশাপাশি ভারত সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে হ্যাশট্যাগ দিয়ে সোশ্যাল মিডিয়ায়
প্রচার চলছে।

মন্তব্যের বিরুদ্ধে আরও দেশের প্রতিবাদ
কুয়েত, কাতার, ইরান, সৌদি আরব নবীকে নিয়ে মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। এই দেশগুলির সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্কের পরেও রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়ে মন্তব্যের প্রতিবাদ করা হয়। কাতার যে সময় বিষয়টি নিয়ে প্রতিবাদ করে, সেই সময় ভারতের ব্যবসায়ীদের নিয়ে সেদেশ সফর করছিলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।
পরবর্তী সময়ে প্রতিবাদকারী দেশের সংখ্যা বাড়ছে। আফগানিস্তান, অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি) মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয়। প্রতিবাদকারী দেশের তালিকায়
যুক্ত হয়েছে আরব আমিরশাহী, জর্ডন এবং ইন্দোনেশিয়ার নামও। নয়াদিল্লিতে কাতার দূতাবাসের এক আধিকারিক বলেছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিষয়টি দুদেশের আর্থিক সম্পর্ককে প্রভাবিত
করতে পারে।

শাসকদলের পদক্ষেপের প্রশংসা
এরই মধ্যে বাহারিনের মতো কোনও কোনও দেশ ভারতের শাসকদলের পদক্ষেপের প্রশংসা করেছে। প্রসঙ্গত আন্তর্জাতিক পর্যায়ে প্রতিবাদ বাড়ছে দেখে বিজেপির তরফে জাতীয় মুখপাত্র নূপুর শর্মাকে দল থেকে বহিষ্কার করার কথা জানানো হয়। এছাড়াও দিল্লির মিডিয়া প্রধান নবীন জিন্দালকে সাসপেন্ড করা হয়। এব্যাপারে প্রধানমন্ত্রী কিংবা সরকারি তরফে অন্য কেউ এখনও কোনও মন্তব্য করেননি।
আরও তিনটি নতুন দেশ, নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বাড়ছে ভারত বিরোধিতা