For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কুলভূষণ ইস্যুতে বড় জয় ভারতের! দিল্লির দাবি মতো মামলা সংক্রান্ত বিল পেশ হবে পাক সংসদে

Google Oneindia Bengali News

পাকিস্তানে আটক ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবকে মুক্ত করার লক্ষ্যে ভারতের নির্ন্তর প্রচেষ্টার ফল পাওযা গেল। পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে উঠতে চলেছে কুলভূষণকে নিয়ে আন্তর্জাতিক আদালতের পাঠানো রায় পুনর্বিবেচনা করার নির্দেশ। এই বিলটি উত্থাপনের সবুজ সংকেত দিয়েছে পাকিস্তানের সংসদীয় প্যানেল।

বিরোধী শিবিরের প্রবল বাধা

বিরোধী শিবিরের প্রবল বাধা

বিরোধী শিবিরের প্রবল বাধার মধ্যেও ইমরান খানের সরকার এই অর্ডিন্যান্স পেশ করতে চলেছে ন্যাশনাল অ্যাসেম্বলিতে। জানা গিয়েছে বুধবার এই সংক্রান্ত সিদ্ধান্ত নেয় পাকিস্তানের সংসদীয় প্যানেল। উল্লেখ্য গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানের মিলিটারি কোর্টে কুলভূষণকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার পর থেকেই দিল্লির তরফ থেকে জোরদার বিরোধিতা শুরু হয়েছিল৷

আন্তর্জাতিক আদালতে কুলভূষণের মামলা

আন্তর্জাতিক আদালতে কুলভূষণের মামলা

কুলভূষণের মামলা আন্তর্জাতিক আদালতে উঠেছিল৷ এরপর আন্তর্জাতিক আদালত নির্দেশ দিয়েছিল, ভারতীয় চর সন্দেহ ধৃত কূলভূষণ যাদবকে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য পাকিস্তান হাইকোর্টে আবেদনের সুযোগ দিতে হবে। কুলভূষণের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা করার সময় ভারতেরও প্রতিনিধি থাকতে হবে সেখানে৷ এরপর কেটে গেছে প্রায় এক বছর৷

তৃতীয় কনসুলার অ্যাকসেসের প্রস্তাব

তৃতীয় কনসুলার অ্যাকসেসের প্রস্তাব

এরপর ১৭ জুলাই কুলভূষণ যাদবের জন্য তৃতীয় কনসুলার অ্যাকসেসের প্রস্তাব দেয় পাকিস্তান। কিন্তু প্রবল বিরোধিতা শুরু হয়। বিরোধীদের তরফে বলা হতে থাকে, ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের গুপ্তচর কুলভূষণের শাস্তি রদ হয়ে যাবে এতে। তাদের দাবি, কুলভূষণ কোনও একটি গোপন চুক্তি করছিল সেদেশে। যদিও দিল্লির তরফে পাকিস্তানের এই দাবি উড়িয়ে দেওয়া হয়েছে।

পার্লামেন্টের উচ্চকক্ষে এই অর্ডিন্যান্সের জোরালো বিরোধিতা

পার্লামেন্টের উচ্চকক্ষে এই অর্ডিন্যান্সের জোরালো বিরোধিতা

ইমরান বিরোধী শিবির পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষে এই অর্ডিন্যান্সের জোরালো বিরোধিতা করতে পারে বলে জানা যাচ্ছে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তার দাবি তুলে সরব হতে পারে তারা। এদিকে, কুলভূষণ যে ভারতের গুপ্তচর নয়, সেকথা বারবার বলে এসেছে দিল্লি৷ কুলভূষণ নৌসেনা থেকে অবসর নেওয়ার পর ইরানে নিজের ব্যক্তিগত ব্যবসা চালাতেন৷ সেখান থেকেই তাঁকে অপহরণ করা হয়েছে বলে বারবার জানানো হয়েছে দিল্লি থেকে৷ কিন্তু পাকিস্তান বলছে, তাঁকে বালুচিস্তান থেকে গ্রেফতার করা হয়েছিল৷

<strong>লাদাখ ইস্যুতে ভারতের পাশেই আমেরিকা, বেজিংকে সাফ বার্তা পাঠাতে দিল্লি সফরে পম্পেও-এসপার</strong>লাদাখ ইস্যুতে ভারতের পাশেই আমেরিকা, বেজিংকে সাফ বার্তা পাঠাতে দিল্লি সফরে পম্পেও-এসপার

English summary
Kulbhushan Jadhav case, ICJ Ordinance approved by Pakistan National Assembly Standing Committee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X