For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শরীরে সরাসরি জীবাণুনাশক প্রয়োগেই মারা যাবে করোনা ভাইরাস? জেনে নিন কী বলছেন বিশেষজ্ঞরা

  • |
Google Oneindia Bengali News

বিশ্বজুড়ে মহামারীর আতঙ্কময় আবহের মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে আলোড়ন উঠেছে। করোনা প্রতিরোধের উদ্দেশ্যে শরীরে জীবাণুনাশক ও অতিবেগুনি রশ্নির সরাসরি প্রয়োগের মত মারাত্মক 'পরীক্ষানিরীক্ষা'-র কথা জানান ডোনাল্ড ট্রাম্প।

কি বলেছিলেন ট্রাম্প?

কি বলেছিলেন ট্রাম্প?

আমেরিকায় করোনার প্রভাব বিষয়ে আলোচনা করতে গিয়ে ট্রাম্প জানান, "জীবাণুনাশক যেভাবে এক মিনিটেই জীবাণু মেরে ফেলে অতি সহজে, সেইভাবে শরীরে প্রয়োগ করলে কেমন হয়? তাতে যদি ফুসফুসে সরাসরি জীবাণুগুলি মারা সম্ভব হয়।" যদিও পরে ট্রাম্প জানান, তিনি নেহাত 'মজা' করেছেন। অন্যদিকে, কিছুদিন পূর্বে এক মার্কিন আধিকারিক জানিয়েছিলেন, কড়া রোদে সহজেই মারা যাবে করোনা ভাইরাস। স্বভাবতই এমন সময়ে ট্রাম্পের এহেন উক্তিতে ক্ষুব্ধ বিশ্ববাসী।

জীবাণুনাশক প্ৰস্তুতকারী সংস্থাগুলি কী বলছে

জীবাণুনাশক প্ৰস্তুতকারী সংস্থাগুলি কী বলছে

ট্রাম্পের বক্তব্য প্রসঙ্গে ডেটল-লাইজলের মত সংস্থাগুলি জানিয়েছে, এমন উপায়ে ভাইরাস মারতে গেলে হিতে বিপরীত হতে পারে। ডেটল ও লাইজলের প্ৰস্তুতকারী রেকিট বেংকিসার জানিয়েছেন, "ব্যবহারের পূর্বে লেবেলে লেখা নির্দিষ্ট সতর্কতাগুলি পড়ে নেওয়া উচিত। কোনো অবস্থাতেই কেউ ডেটল-লাইজল খাবেন না। খেলে বিষক্রিয়া হতে পারে যা করোনা রুখতে খুব একটা উপযোগী হবে না।"

মানবশরীরে রাসায়নিক স্প্রের বিষয়ে নিষেধাজ্ঞা ভারতে

মানবশরীরে রাসায়নিক স্প্রের বিষয়ে নিষেধাজ্ঞা ভারতে

ভারতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সম্প্রতি একটি নিষেধাজ্ঞায় জানিয়েছে, কোনো অবস্থাতেই মানবশরীরের উপর রাসায়নিক জীবাণুনাশক বা কীটনাশক ছড়ানো যাবে না। এতে মানবাধিকার লঙ্ঘিত হবে এবং বিষক্রিয়াও ঘটতে পারে। উত্তরপ্রদেশের ঘটনা থেকে শিক্ষা নিয়েই সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করছেন অনেকে। এর জেরে বর্তমানে অনেকটাই স্বস্তিতে বিভিন্নি জায়গায় আটকে থাকা অভিবাসী শ্রমিকেরা।

English summary
Find out what experts are saying about the Coronavirus will die of infecting infectant on the human body
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X