For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা থেকেও মারাত্মক! ডিজিজ এক্স নিয়ে ক্রমেই বাড়ছে আতঙ্ক, জানুন বিশদে

করোনা থেকেও মারাত্মক! ডিজিজ এক্স নিয়ে ক্রমেই বাড়ছে আতঙ্ক, জানুন বিশদে

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বিশ্বজুড়ে লাফিয়ে লাফিয়ে বাছড়ে রোজ। প্রায় ১৯ লক্ষ মানুষ এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন এই সংক্রমক ব্যধীতে। এহেন পরিস্থিতি করোনার ভ্যাকসিন নিয়ে আশার আলো দেখছেন বিশ্ববাসী। তবে সেই আশায় ফেল কালো ছায়া। সৌজন্যে ডিজিজ এক্স।

কী এই ডিজিজ এক্স?

কী এই ডিজিজ এক্স?

কী এই ডিজিজ এক্স? জানা গিয়েছে, করোনার মতো সংক্রামক এবং ইবোলার মতো প্রাণঘাতি। অধ্যাপক জাঁ-জ্যাক মুয়েম্বি তামফুম এই বিষয়ে সতর্কবাণী দিয়েছেন ইতিমধ্যেই। উল্লেখ্য, অধ্যাপক জাঁ-জ্যাক মুয়েম্বি তামফুমই ইবোলা আবিষ্কার করেছিলেন।

কোথায় এই রোগ প্রথম দেখা যায়?

কোথায় এই রোগ প্রথম দেখা যায়?

ঘটনার সূত্রপাত, আফ্রিকার দেশ কঙ্গোতে। সেদেশের প্রত্যন্ত এলাকা কিনশাসাতে এক মহিলার জ্বর ঘিরে আতঙ্ক ছড়াতে থাকে। সম্প্রতি, ওই মহিলার দেহে হেমরহেজিক ফিভার বা রক্তক্ষরণজনিত জ্বরের উপসর্গ দেখা দেয়। তবে কোনও পরীক্ষাতেই কিছু ধরা পড়েনি। এরপরই বিজ্ঞানীদের মনে ধআরণা তৈরি হয় যে সেই মহিলা হয়ত ডিজিজ এক্স-এ আক্রান্ত।

ইবোলার মতো মারাত্মক

ইবোলার মতো মারাত্মক

সাধারণত একজন ইবোলায় আক্রান্তের ৫০-৯০ শতাংশ মৃত্যুর সম্ভাবনা থাকে। নতুন এই রোগের উপসর্গ করোনার মতো হওয়ায় তাই চিন্তায় সবাই। জাঁ-জ্যাক মুয়েম্বি এই বিষয়ে বলেন, আগামী দিনে অতিমারী করোনার থেকেও বেশি শক্তিশালী হবে এই রোগ।

'ডিসিজ এক্স' এর চেহারা অনেকটা ইবোলার মতন

'ডিসিজ এক্স' এর চেহারা অনেকটা ইবোলার মতন

'ডিসিজ এক্স' এর চেহারা অনেকটা ইবোলার মতন। আবার কিনশাসার, কঙ্গো ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল রিসার্চ থেকে ওই রোগীর রক্ত পরীক্ষা করে জানা গিয়েছে যে ইবোলার কোনও উপসর্গ নেই তার। আশঙ্কা এই নয়া রোগের হাত ধরেই পশু বাহিত অনেক অজানা ভাইরাল ও ব্যাকটেরিয়াল রোগ মানব দেহে ঢুকতে চলেছে ভবিষ্যতে।

অজানা প্যাথোজেন ঘিরে আতঙ্ক

অজানা প্যাথোজেন ঘিরে আতঙ্ক

বিজ্ঞানীরা মনে করেন, নতুন কোনও সম্পূর্ণ অজানা প্যাথোজেন, যা কোভিড -১৯'এর মতো দ্রুত ছড়িয়ে পড়তে পারে, আর ইবোলার মতো মৃত্যু ঘটাতে পারে। এই প্যাথোজেন আফ্রিকার গ্রীষ্মমন্ডলীয় রেইন ফরেস্ট থেকে উদ্ভূত হতে পারে বলে মনে করা হচ্ছে।

কোভ্যাক্সিন নিয়ে শঙ্কায় বিরোধীরা, এরই মাঝে ৫০ লক্ষ ডোজ কেনার মউ ব্রাজিলের কোভ্যাক্সিন নিয়ে শঙ্কায় বিরোধীরা, এরই মাঝে ৫০ লক্ষ ডোজ কেনার মউ ব্রাজিলের

English summary
Know in details about disease X as it is claimed to be more infectious than Coronavrius
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X