For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রানি দ্বিতীয় এলিজাবেথ: অক্টোবর মাস জুড়ে কী কাজ করলেন ব্রিটেনের ৯৫ বছর বয়স্ক রাষ্ট্রপ্রধান

  • By Bbc Bengali

Britains Queen Elizabeth II (C) and Britains Prime Minister Boris Johnson (L) greet guests during a reception to mark the Global Investment Summit, at Windsor Castle in Windsor, west of London on October 19, 2021
Getty Images
Britains Queen Elizabeth II (C) and Britains Prime Minister Boris Johnson (L) greet guests during a reception to mark the Global Investment Summit, at Windsor Castle in Windsor, west of London on October 19, 2021

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ শারীরিক সমস্যা নিয়ে সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত আট বছরের মধ্যে এই প্রথম তাকে হাসপাতালে রাত কাটাতে হয়েছে।

হাসপাতালে যাওয়ার আগে ৯৫-বছর বয়সী রানিকে ব্যস্ত সময় কাটাতে হয়েছে। যোগ দিতে হয়েছে একের পর এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে।

ডাক্তাররা তাকে বলেছেন, বিশ্রাম নিতে। এরপর উত্তর আয়ারল্যান্ডে তার একটি নির্ধারিত সফল বাতিল করতে হয়েছে।

তবে হাসপাতালে ভর্তি হওয়ার আগ পর্যন্ত অক্টোবর মাস জুড়ে রানি যেসব কাজে ব্যস্ত ছিলেন এখানে তার কয়েকটি তুলে ধরা হলো।

১লা অক্টোবর

রানি এলিজাবেথের জন্য মাসের শুরু হয়েছিল স্কটল্যান্ডের ব্যালমোরাল প্রাসাদে। সেখানে যুবরাজ চার্লসকে সাথে নিয়ে তিনি বেশ কিছু গাছ রোপণ করেন।

যুক্তরাজ্যের জনগণ নিজের বাড়িতে যেন বেশি করে গাছ লাগায় সেই লক্ষ্যে তারা শুরু করেছেন 'গ্রিন ক্যানোপি' (সবুজ আচ্ছাদন) নামে এক বিশেষ কর্মসূচি।

রানির সিংহাসনে আরোহণের প্ল্যাটিনাম জয়ন্তীকে সামনে রেখে তারা এই প্রচারাভিযান চালাচ্ছেন।

ব্যালমোরাল প্রাসাদের ঐ অনুষ্ঠানের সময় রানি ও যুবরাজ স্থানীয় প্রাইমারী স্কুলের বেশ কিছু শিক্ষার্থীর সাথেও মিলিত হন।

রানি এবং প্রিন্স চার্লস গাছ রোপণ করছেন।
Getty Images
রানি এবং প্রিন্স চার্লস গাছ রোপণ করছেন।

বিবিসি বাংলায় আরও ক'টি ফটো গ্যালারি:

ক্র্যাথি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের সাথে রানি এলিজাবেথ।
Getty Images
ক্র্যাথি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের সাথে রানি এলিজাবেথ।

২রা অক্টোবর

পরের দিন রানি চলে যান প্রায় ১০০ মাইল দূরে এডিনবরা শহরে। সেখানে তিনি স্কটিশ পার্লামেন্টের ৬ষ্ঠ অধিবেশন উদ্বোধন করেন।

এই অনুষ্ঠানটিতে রানি প্রথমবারের মতো তার স্বামী প্রিন্স ফিলিপকে ছাড়াই অংশ নেন।

প্রিন্স ফিলিপ এবছর ৯৯-বছর বয়সে মারা গেছেন।

রানি এলিজাবেথ। পেছনে বাঁয়ে তার প্রয়াত স্বামী।
Getty Images
রানি এলিজাবেথ। পেছনে বাঁয়ে তার প্রয়াত স্বামী।

বিবিসি বাংলায় অন্যান্য খবর:

৬ই অক্টোবর

এর কিছুদিন পর রানি এলিজাবেথ বেলিজ এবং গ্রিসের কূটনীতিকদের সাথে ভিডিওর মাধ্যমে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন।

একই দিনে তিনি উইন্ডসর প্রাসাদে ক্যানাডার গোলন্দাজ বাহিনীর একটি রেজিমেন্টের সাথে সাক্ষাৎ করেন। এটি ছিল ঐ রেজিমেন্ট প্রতিষ্ঠার ১৫০তম বার্ষিকী।

এদিনই তিনি প্রধানমন্ত্রী বরিস জনসনের সাথে টেলিফোনে আলোচনা করেন।

ক্যানাডিয়ান গোলন্দাজ বাহিনীর এক অফিসারের হাতে রানি এলিজাবেথ একটি তলোয়ার তুলে দিচ্ছেন।
Getty Images
ক্যানাডিয়ান গোলন্দাজ বাহিনীর এক অফিসারের হাতে রানি এলিজাবেথ একটি তলোয়ার তুলে দিচ্ছেন।

৭ই অক্টোবর

এদিন রানি ফিরে আসেন লন্ডনে। এসময় তিনি বাকিংহাম প্রাসাদে কমনওয়েলথ গেমসের ব্যাটন হস্তান্তর করেন। রানি কমনওয়েলথ-এর প্রধান।

কোভিড মহামারি শুরু হওয়ার পর এটি ছিল বাকিংহাম প্রাসাদের প্রথম কোন রাজকীয় অনুষ্ঠান। এসময় রানির সাথে যোগ দিয়েছিলেন তার ছোট ছেলে প্রিন্স এডওয়ার্ড।

রানি দ্বিতীয় এলিজাবেথ ব্যাটনের মধ্যে বার্তা লেখা একটি কাগজ ঢুকিয়ে দিয়েছেন। ২০২২ সালের কমনওয়েলথ গেমসের আগে এই ব্যাটনটি বাংলাদেশসহ ৭২টি কমনওয়েলথ রাষ্ট্রে নিয়ে যাওয়া হবে। রানির পাশে প্রিন্স এডওয়ার্ড।
Getty Images
রানি দ্বিতীয় এলিজাবেথ ব্যাটনের মধ্যে বার্তা লেখা একটি কাগজ ঢুকিয়ে দিয়েছেন। ২০২২ সালের কমনওয়েলথ গেমসের আগে এই ব্যাটনটি বাংলাদেশসহ ৭২টি কমনওয়েলথ রাষ্ট্রে নিয়ে যাওয়া হবে। রানির পাশে প্রিন্স এডওয়ার্ড।

১২ই অক্টোবর

এর কিছুদিন পর রানি দ্বিতীয় এলিজাবেথ ওয়েস্টমিনস্টার অ্যাবি গির্জায় রয়্যাল ব্রিটিশ লিজিওনসের প্রতিষ্ঠার শততম বার্ষিকী পালন করেন।

এসময় লাঠিতে ভর করে চলা রানির সাথে ছিলেন তার মেয়ে প্রিন্সেস অ্যান, যাকে প্রিন্সেস রয়্যাল বলে ডাকা হয়।

ওয়েস্টমনিস্টার অ্যাবির এই অনুষ্ঠানেই রানি এলিজাবেথ সর্বপ্রথম জনসমক্ষে পথ চলার লাঠি ব্যবহার করেন বলে মনে করা হয়।
Getty Images
ওয়েস্টমনিস্টার অ্যাবির এই অনুষ্ঠানেই রানি এলিজাবেথ সর্বপ্রথম জনসমক্ষে পথ চলার লাঠি ব্যবহার করেন বলে মনে করা হয়।

১৩ই অক্টোবর

এদিন রানি বাকিংহাম প্রাসাদে পিয়ানোবাদক ডেম ইমোজেন কুপারকে স্বাগত জানান। তাকে তিনি ২০১৯ সালের সঙ্গীতে রানির পদক প্রদান করেন।

একই দিনে তিনি আরো তিনটি সৌজন্য সাক্ষাত করেন।

বাকিংহাম প্রাসাদে রানি দ্বিতীয় এলিজাবেথ ক্লাসিকাল পিয়ানোবাদক ডেম ইমোজেন কুপারের হাতে পদক তুলে দিচ্ছেন।
Getty Images
বাকিংহাম প্রাসাদে রানি দ্বিতীয় এলিজাবেথ ক্লাসিকাল পিয়ানোবাদক ডেম ইমোজেন কুপারের হাতে পদক তুলে দিচ্ছেন।

১৪ই অক্টোবর

এদিন রানি এলিজাবেথ চলে যান ব্রিটেনের একটি প্রদেশ ওয়েলসে। সেখানে তিনি ওয়েলসের সংসদের ৬ষ্ঠ অধিবেশনে উদ্বোধনী ভাষণ দেন।

গত পাঁচ বছরর মধ্যে এটাই ওয়েলসে রানি প্রথম সফর। ঐ ভাষণে তিনি তিনি করোনা মহামারি মোকাবেলায় ওয়েলসের জনগণের সাহসিকতার প্রশংসা করেন।

এই অনুষ্ঠানেই তাকে দৃশ্যত বলতে শোনা যায়, যারা জলবায়ু পরিবর্তন নিয়ে শুধু 'কথা বলে' কিন্তু কোন 'কাজ করে না' তাদের নিয়ে তিনি বিরক্ত বোধ করেন।

ওয়েলসে রানির আগমণে ২১ বার তোপধ্বনি করা হয়।
Getty Images
ওয়েলসে রানির আগমণে ২১ বার তোপধ্বনি করা হয়।

১৬ই অক্টোবর

এরপর শনিবার তিনি ফিরে আসেন ইংল্যান্ডে।

ঐ দিন তিনি বার্কশায়ার অঞ্চলের অ্যাসকটে বিখ্যাত ঘোড়দৌড় অনুষ্ঠানে যোগদান করেন।

ঘোড়দৌড় রানি এলিজাবেথের খুবই পছন্দের একটি খেলা।
Getty Images
ঘোড়দৌড় রানি এলিজাবেথের খুবই পছন্দের একটি খেলা।

১৮ই অক্টোবর

নিউজিল্যান্ডের নবনিযুক্ত গভর্নর-জেনারেল ডেম সিনডি কারো-র সাথে তিনি এক ভার্চুয়াল সাক্ষাতে মিলিত হন। গভর্নর-জেনারেল নিউজিল্যান্ডে রানির প্রতিনিধি হিসেবে কাজ করবেন।

১৯শে অক্টোবর

মঙ্গলবার তিনি দুটি ভার্চুয়াল সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন। প্রথমটি জাপানের রাষ্ট্রদূতের সাথে। অন্যটি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির সাথে।

সেদিনই সন্ধেবেলায় উইন্ডসর প্রাসাদে তিনি এক সংবর্ধনায় যোগদান করেন। গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিটের এই অনুষ্ঠানে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিলিওনেয়ার বিল গেটসসহ বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

সংবর্ধনা সভায় রানি এলিজাবেথ বিল গেটসের সাথে হ্যান্ডশেক করছেন।
Getty Images
সংবর্ধনা সভায় রানি এলিজাবেথ বিল গেটসের সাথে হ্যান্ডশেক করছেন।

আগামী সপ্তাহে গ্লাসগোতে জলবায়ু পরিবর্তনের ওপর শীর্ষ সম্মেলন কপ-২৬ এ রানি দ্বিতীয় এলিজাবেথ একটি রাজকীয় প্রতিনিধিদলে নেতৃত্ব দেবেন বলে কথা রয়েছে।

English summary
know about second Elizabeth work schedule
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X