For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পারমানবিক অস্ত্রশস্ত্রের নিরিখে বিশ্বের কোন দেশ কাকে টেক্কা দিচ্ছে জেনে নিন

পারমানবিক অস্ত্রশস্ত্রের নিরিখে বিশ্বের কোন দেশ কাকে টেক্কা দিচ্ছে জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সব থেকে ভয়ানক ও প্রাণঘাতী অস্ত্র কি ? তাহলে শুরুতেই সবার মাথায় পরমাণু শক্তির কথাই মাথায় আসে। আর্মসকোন্ট্রোল.ওরাজি থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই মুহূর্তে ৯টি দেশের হাতে প্রায় ১৪,০০০ পারমানবিক অস্ত্রশস্ত্র রয়েছে।

৯০ শতাংশ পারমানবিক বোমা রাশিয়া ও আমেরিকার কাছে

৯০ শতাংশ পারমানবিক বোমা রাশিয়া ও আমেরিকার কাছে

এই বিপুল পরিমাণ পারমানবিক অস্ত্রশস্ত্রের মধ্যে প্রায় ৯০ শতাংশই রয়েছে রাশিয়া ও আমেরিকার হাতে। যদিও শীর্ষ স্থানে কোন দেশ রয়েছে তা নিয়ে অনেকের মনেই ধন্দ রয়েছে। অনেকে মনে করেন এই তালিকায় প্রথম স্থানে রয়েছে আমেরিকা।

১৯৮৫ সালেও গোটা বিশ্বে সক্রিয় ছিল প্রায় ৬৮ হাজার পারমানবিক বোমা

১৯৮৫ সালেও গোটা বিশ্বে সক্রিয় ছিল প্রায় ৬৮ হাজার পারমানবিক বোমা

এদিকে ১৯৮৫ সালেও গোটা বিশ্বে প্রায় ৬৮ হাজার পারমানবিক বোমা সক্রিয় ছিল বলে জানা যাচ্ছে। তারপর একাধিক দেশের শান্তি চুক্তি ও পারমানবিক অস্ত্র হ্রাস চুক্তির হাত ধরে প্রতি বছরই একাধিক দেশ তাদের পারমানবিক অস্ত্রের পরিমাণ কমাতে থাকে। এদিকে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউটের সূত্র অনুসারে, বর্তমানে এখনও বিশ্বে যে পরিমাণ পারমানবিক বোমা মজুত রয়েছে যা দিয়ে পৃথিবীকে ৩৮বার পুরোপুরি ধ্বংস করে দেওয়া সম্ভব।

কোন দেশ কোন তালিকায় রয়েছে জেনে নিন

কোন দেশ কোন তালিকায় রয়েছে জেনে নিন

এবার একনজরে দেখে নেওয়া যাক বর্তমান পারমানবিক শক্তির নিরিখে কোন দেশ কোন জায়গায় রয়েছে। যদিও এই তালিকায় ভারত রয়েছে সপ্তম স্থানে। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে রাশিয়া। তার কাছে মোট ৬৮৫০টি পারমানবিক বোমা রয়েছে বলে জানা যাচ্ছে। রাশিয়ার পরেই রয়েছে আমেরিকার স্থান। আমেরিকার হাতে রয়েছে ৬১৮৫ টি পারমানবিক অস্ত্রশস্ত্র। অন্যদিকে ফ্রান্সের হাতে রয়েছে ৩০০টি। একইসাথে চতুর্থ স্থানে রয়েছে চিন। তাদের কাছে রয়েছে ২৮০ টি পারমানবিক অস্ত্রশস্ত্র। পঞ্চম স্থানে রয়েছে ব্রিটেন। তাদের হাতে রয়েছে ২১৫টি পারমানবিক অস্ত্রশস্ত্র।

এরপরেই পাকিস্তানের হাতে রয়েছে ১৪৫টি পারমানবিক বোমা। তারপরেই ভারতের স্থান। সূত্রের খবর, বর্তমানে ভারতের হাতে রয়েছে ১৩৫টি পারমানবিক অস্ত্রশস্ত্র। অষ্টম স্থানে রয়েছে ইজরায়েল। তাদের কাছে রয়েছে ৮০টি অস্ত্রশস্ত্র এবং নবম স্থানে থাকা নর্থ কোরিয়ার কাছে রয়েছে ১৫টি পারমানবিক অস্ত্রশস্ত্র।

English summary
know about countries with most nuclear warheads
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X