For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আসন্ন নির্বাচনে খালেদা-তারেক কি অংশ নিতে পারবেন? কী বলছেন বাংলাদেশের মন্ত্রী

সংবিধান অনুযায়ী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। কারণ, এঁরা দুজনই দুর্নীতি মামলায় আদালতে সাজাপ্রাপ্ত। বলেছেন মন্ত্রী।

  • |
Google Oneindia Bengali News

সংবিধান অনুযায়ী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। কারণ, এঁরা দুজনই দুর্নীতি মামলায় আদালতে সাজাপ্রাপ্ত। তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম এমনটাই জানিয়েছেন। এ নিয়ে বিতর্ক করা আদালত অবমাননার শামিল বলেও উল্লেখ করেছেন তিনি।

আসন্ন নির্বাচনে খালেদা-তারেক কি অংশ নিতে পারবেন? কী বলছেন বাংলাদেশের মন্ত্রী

মঙ্গলবার টাঙ্গাইল সার্কিট হাউসে আওয়ামি লিগ নেতাদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন তথ্য প্রতিমন্ত্রী। অপর এক প্রশ্নের জবাবে তারানা হালিম বলেছেন, তারেক রহমান যেহেতু তাঁর পাসপোর্ট পুনর্নবীকরণ না করে সরকারের কাছে ফেরত দিয়েছেন, তাই তিনি কী ভাবে বাংলাদেশের নাগরিক থাকেন, সেই প্রশ্ন করেছেন তথ্য প্রতিমন্ত্রী।

তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে প্রতিমন্ত্রী বলেন, সরকার যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে। সে প্রক্রিয়া সরকারই করবে। তিনি বলেন, বিএনপি খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মিথ্যাচার করছে। তাঁকে যথাযথ চিকিৎসাসহ সব সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। সরকার যদি মনে করে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে, তাহলে সরকার তা-ই করবে।

English summary
Khaleda Zia and Tarek Rahman will not be able to take part in coming general election says Minister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X