For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা! খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ল

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিনের সময়সীমা বাড়িয়ে দিল ঢাকার এক আদালত। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তাঁর জামিনের সময়সীমা বাড়ানো হয়েছে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।

  • |
Google Oneindia Bengali News

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিনের সময়সীমা বাড়িয়ে দিল ঢাকার এক আদালত। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তাঁর জামিনের সময়সীমা বাড়ানো হয়েছে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা! খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ল

ঢাকা স্পেশাল জজ আদালত-৫-এর বিচারক মহম্মদ আখতারুজ্জমান ছুটিতে থাকায় বিচারের দায়িত্বে ছিলেন বিচারক শেখ নাজমূল আলম। তিনিই প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে এই আদেশ দেন বলে জানা গিয়েছে।

এর আগেও একাধিকবার খালেদা জিয়ার জামিনের সময়সীমা বাড়ানো হয়েছিল। ৩১ জুলাই বিচারক আখতারুজ্জমান ৭ অগাস্ট পর্যন্ত জামিনের সময় বাড়িয়েছিলেন।

এর আগে ১২ মার্চ হাইকোর্ট খালেদাকে ৪ মাসের জন্য জামিন দিয়েছিল।

৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ আদালত-৫-এর বিচারক খালেদাকে জেলে পাঠিয়েছিলেন। খালেদা-সহ ছয়জনের বিরুদ্ধে ঘুষ মামলায় দোষী হওয়ায় ওই আদেশ দেওয়া হয়েছিল।

খালেদ ছাড়াও তার বড় ছেলে তারেক রহমান এবং অন্য চারজনকে দশ বছরের জন্য জেলের সাজা শুনিয়েছিল সেখানকার আদালত। সঙ্গে বাংলাদেশের মূল্যে ২.১ কোটি টাকা( ভারতীয় মূল্যে ১.৬ কোটি টাকা) জরিমানাও ধার্য করা হয়েছিল।

২০০৮ সালে বাংলাদেশের অ্যান্টি কোরাপশন কমিশন এই মামলা দায়ের করেছিল। বাংলাদেশের টাকায় ২.১ কোটি টাকা অপব্যবহারের অভিযোগ তোলা হয়েছিল অভিযুক্তদের বিরুদ্ধে। বিদেশি ব্যাঙ্কের মাধ্যমে অনাথদের জন্য এই টাকা দেওয়া হয়েছিল।

৭৩ বছর বয়সী বেগম খালেদা জিয়া দুবার ( ১৯৯১ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ সাল) বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন।

English summary
Khaleda Zia's bail extended till Sep 5 in Zia Orphanage Trust case in Bangladesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X