For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আফগানিস্তানে তালিবান সঙ্কট, নারী সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন ‘কাইট রানারের’ স্রষ্টা খালেদ হোসেইনি

আফগানিস্তানে তালিবান সঙ্কট, নারী সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন ‘কাইট রানারের’ স্রষ্টা খালেদ হোসেইনি

  • |
Google Oneindia Bengali News

ফের ২০ বছর পর আফগানিস্তানে তালিবান উত্তান দেখেছে গোটা বিশ্ব। শুরু হয়েছে মধ্যযুগীয় বর্বরতা। এদিকে আফগানিস্তানে তালিবানি উত্থানের সাথে সাথেই কয়েকদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে চলেছেন প্রখ্যাত আফগান-আমেরিকান লেখক খালেদ হোসেনি। এবার মহিলাদের নিরাপত্তা নিয়েও রীতিমতো আশঙ্কা প্রকাশ করলেন তিনি। এদিকে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে আফগানিদের দুরাবস্থার একধিক ভিডিয়ো। বর্তমানে ফের আফগানিস্তানে শুরু হচ্ছে অন্ধকার যুগ।


তালিবান সঙ্কট নিয়ে উদ্বিগ্ন খালেদ হোসেইনি

তালিবান সঙ্কট নিয়ে উদ্বিগ্ন খালেদ হোসেইনি

এদিকে এই আফগানিস্তানেই জন্মেছেন 'কাইট রানার' উপন্যাসের লেখক খালেদ হোসেইনি। রবিবার কাবুল দখলের পরেই ভয়ার্ত টুইট করতে দেখা গিয়েছিল তাঁকে। তাতে তিনি লেখেন, 'এটা হওয়ার কথা ছিল না। ৪০ বছর পরে আফগান মেয়েদের এ ভাবে পর্দার আড়ালে, ঘরের কোণে লুকিয়ে পড়ে থাকতে দেওয়া যায় না। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আপনারা সকলে আফগানিস্তানের জন্য প্রার্থনা করুন।

 খালেদের এক বোন রয়েছেন কাবুলে

খালেদের এক বোন রয়েছেন কাবুলে

এদিকে সম্প্রতি এও জানা গিয়েছিল খালেদের এক বোন এখনও কাবুলে রয়েছে। এমনকী তালিবানি চোখ রাঙানির মুখে পড়েছিলেন তিনিও। বর্তমানে তাঁকে ফের বলতে শোনা যায়, আমার মন কাঁদছে আফগানদের জন্য। আমি মনে করি, তালিবানেরা সাধারণ মানুষের কথা বুঝবে। মুখে ইসলামের কথা বললে হবে না। কাজেও সত্যিকারের ইসলামের পথ অমুসরণ করতে হবে। খালেদ হোসেইনির মতে, এই মুহূর্তে পুরো বিশ্বের দৃষ্টি তালেবানদের উপর রয়েছে। তবে তাদের কাছ থেকে মানবাধিকার ও নারী সুরক্ষা নিয়ে কতটা প্রশ্ন করা যায় তা নিয়ে সন্দেহ থেকেই যায়।

জারি তালিবানি ফতোয়া

জারি তালিবানি ফতোয়া

রীতিমতো উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মানবাধিকার ও নারীর অধিকারকে যে তালিবানেরা মাটিতে মিশিয়ে দেবে তাতে বিশেষ অবাক হওয়ার কিছু নেই। অতীত থেকেই আমাদের শিক্ষা নিয়ে এই উগ্রপন্থী শক্তির প্রতিরোধ করা উচিত। প্রসঙ্গত উল্লেখ্য, মুখে তালিবানেরা বর্তমানে নারী অধিকারের কথা বললেও বাস্তব চিত্র সম্পূর্ণ অন্য কথা বলছে। জারি হয়েছে একাধিক ফতোয়া। তা লঙ্ঘিত হলেই প্রকাশ্যেই চলছে নির্যাতন, এমনকী খুন পর্যন্ত করে ফেলা হচ্ছে।

 নারী নিরাপত্তায় বড় ভূমিকা রাখছেন এই আফগান মহিলা

নারী নিরাপত্তায় বড় ভূমিকা রাখছেন এই আফগান মহিলা

এদিকে সম্প্রতি গোটা আফগানিস্তান তালিবানদের দখলে চলে যাওয়ার পরেই সেখানের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু বিভিন্ন মহলে। এদিকে আফগানিস্তানে আটকে থাকা মার্কিন মহিলাদের উদ্ধার করে নয়া নজির গড়েছেন অ্যালিসন রেনো। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা এই মহিলা পেশায় একজন সুবক্তা। তাঁর জীবনমুখী বক্তৃতা ইতিমধ্যেই সমাদৃত হয়েছে বিভিন্ন মহলে। বর্তমানে আফগানিস্তানে আটকে থাকা বহু মার্কিন কিশোরীকে উদ্ধারেো বড় ভূমিকা নিয়েছেন তিনি।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
khaled hussaini creator of kite runner concerned over women s crisis taliban crisis in afghanistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X