For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরলের বন্যা নিয়ে অসম্মানজনক মন্তব্য! বিদেশে চাকরি খোয়ালেন রাজ্যের যুবক

কেরলের বন্যা দুর্গতদের নিয়ে অসংবেদনশীল মন্তব্যের জেরে চাকরি খোয়ালেন ওমানে চাকরিরত কেরলের এক যুবক। নাম রাহুল চেরু পালায়াট্টু। সোশ্যাল মিডিয়ায় তিনি এই অসংবেদনশীল মন্তব্য করেন বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কেরলের বন্যা দুর্গতদের নিয়ে অসংবেদনশীল মন্তব্যের জেরে চাকরি খোয়ালেন ওমানে চাকরিরত কেরলের এক যুবক। নাম রাহুল চেরু পালায়াট্টু। সোশ্যাল মিডিয়ায় তিনি এই অসংবেদনশীল মন্তব্য করেন বলে জানা গিয়েছে।

কেরলের বন্যা নিয়ে অসম্মানজনক মন্তব্য! বিদেশে চাকরি খোয়ালেন রাজ্যের যুবক

ওমানের লুলু গ্রুপ ইন্টারন্যাশনালে ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন রাহুল চেরু পালায়াট্টু। তিনি ফেসবুকে কেরলের বন্যা দুর্গতদের স্যানিটেশনের প্রয়োজনীয়তা নিয়ে মজা করেছিলেন। এরপর রবিবার তাঁকে বরখাস্তের চিঠি ধরানো হয়।

কেরলের বন্যা নিয়ে অসম্মানজনক মন্তব্য! বিদেশে চাকরি খোয়ালেন রাজ্যের যুবক

এদিকে ফেসবুকে নিজের মন্তব্যে জেরে রাহুল ক্ষমাও চেয়েছেন। পোস্ট করা ভিডিও-তে তিনি বলেছেন, তিনি যে কাজ করেছেন তার জন্য দুঃখিত। যে সময় তিনি পোস্টটি করেছিলেন, সেই সময় নেশাগ্রস্ত থাকায় নিজের ভুল বুঝতে পারেননি বলে জানিয়েছেন তিনি।

লুলু গ্রুপের চিফ কমিউনিকেশন অফিসার ভি নন্দকুমার জানিয়েছেন, বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা গ্রহণ করেছেন, যাতে এই ধরনের ঘটনায় সমাজের কাছে বার্তা যায়। তাদের সংস্থা মানবিক মূল্যবোধ ও সর্বোচ্চ নৈতিকতার ওপরে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন তিনি।

জানা গিয়েছে লুলু গ্রুপের মালিক এমএ ইউসুফ আলি আদতে কেরলেরই বাসিন্দা। তিনি নিজেও বন্যা ত্রাণে বড় অঙ্কের টাকা সাহায্য করেছেন।

সংযুক্ত আরব আমীরশাহি সরকার শনিবার কেরলের বন্যা দুর্গতদের সাহায্যের জন্য একটি কমিটি গঠন করেছে।

English summary
Keralite sacked from Gulf firm over insensitive remarks about flood victims in Social Media
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X