For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌদিতে চিকিৎসাধীন কেরলের নার্স 'চিনের করোনা ভাইরাস'-এ আক্রান্ত হননি

Google Oneindia Bengali News

সৌদি আরবে কর্মরত এক ভারতীয় নার্সের শরীরে পাওয়া গেল করোনা ভাইরাস। তাঁর শরীরে এই জীবাণু পাওয়া যায় যখন প্রায় ১০০ ভারতীয় নার্সের শরীরে এই ভাইরাসের উপস্থিতির পরীক্ষা চালানো হয়। এই নার্সদের অধিকাংশই কেরলের। ভাইরাসে আক্রান্ত নার্স আপাতত সৌদি আরবের আসীর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি নরে রাখা হচ্ছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরন।

বিদেশ প্রতিমন্ত্রীর টুইট

এই বিষয়ে ভি মুরলীধরন একটি টুইট করে লেখেন, 'জেদ্দায় ভারতীয় দূতাবাস থেকে খবর : সৌদি আরবের আল-হায়াত হাসপাতালে কাজ করা প্রায় ১০০ জন নার্সের শরীরে করোনা ভাইরাস আছে কি না তা পরীক্ষা করা হয়। এই নার্সদের অধিকাংশ কেরল রাজ্যের। তাদের মধ্যে একজনের শরীরে এই ভাইরাসের সন্ধান মিলেছে। বাকি সব নার্স সুস্থ রয়েছেন। আক্রান্ত নার্সের চিকিৎসা চলছে আসীর হাসপাতালে। তিনি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবেন।' তিনি আরও জানান যে সৌদি আরবে ভারতের দীতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে সরকার।

চিনের ভাইরাসে আক্রান্ত হননি কেরলের নার্স

এদিকে জেদ্দায় অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, উক্ত নার্স করোনা ভাইরাসে আক্রান্ত হলেও সেটি এমইআরএস-সিওভি। এটি চিনের উহান থেকে ছড়ানো ২০১৯-এনসিওভি ভাইরাস নয়। এমইআরএস-সিওভি ভাইরাসটি সৌদি আরবে প্রথমবার ২০১২ সালে সনাক্ত করা হয়। এদিকে চিনের উহান থেকে ছড়ানো ভাইরাসটি এর আগে কখনও কোথাও দেখা যায়নি। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব প্রীতি সুদান বর্তমান পরিস্থিতি এবং তার মোকাবিলায় প্রস্তুতির স্থিতি পর্যালোচনা করছেন।

দূতাবাস টুইট করে নিশ্চিত করে বিষয়টি

দূতাবাস টুইট করে নিশ্চিত করে বিষয়টি

এই বিষয়ে দূতাবাস একটি টুইট কের লেখে, 'আঞ্চলিক সংক্রমণ নিয়ন্ত্রণ ও বৈজ্ঞানিক কমিটির চেয়ারম্যান ডাঃ তারিক আল আজরাকী এটি নিশ্চিত করেছেন যে আসীরের হাসপাতালে ভর্তি থাকা কেরলের নার্সটি কোরোনা ভআইরাসে আক্রান্ত হলেও সেটি এমইআরএস-সিওভি। এটি চিনের উহান থেকে ছড়ানো ২০১৯-এনসিওভি ভাইরাস নয়।'

বিদেশ মন্ত্রককে চিঠি কেরলের মুখ্যন্ত্রীর

বিদেশ মন্ত্রককে চিঠি কেরলের মুখ্যন্ত্রীর

এদিকে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বিদেশ মন্ত্রককে একটি চিঠি লিখে এই বিষয়ে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। এর আগেও কেরলে জিকা ভাইরাসের প্রকোপও দেখা গিয়েছিল। এদিকে কোরোনা ভআইরাস যাতে দেশে প্রবেশ না করতে পারে তার জন্যে কেরলের চারটি আন্তর্জাতিক বিমানবন্দরেই চলছে কড়া নজরদারি। তিরুবন্তপুরম, কোচি, কোঝিকোড়ে ও কন্নুরের বিমানবন্দরগুলিতে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে বিষয়টির মোকাবিলার জন্যে।

কেরলে কোনও সংক্রমিত ব্যাক্তির খোঁজ নেই

কেরলে কোনও সংক্রমিত ব্যাক্তির খোঁজ নেই

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে ২২ জানুয়ারী পর্যন্ত ৬০টি উড়ানের মোট ২১,৮২৮ জন যাত্রীকে এই নভেল করোনভাইরাস সংক্রমণের জন্য পরীক্ষা করা হয়েছে তবে এখন পর্যন্ত দেশে কোনও ইতিবাচক ঘটনা শনাক্ত করা যায়নি।

English summary
kerala nurse in saudi is not affected from china's wuhan novel corona virus but from mers-cov
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X