For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনের ওপর ক্ষোভে ফুঁসছে এবার কাজাখস্তানও! নিউমোনিয়া নিয়ে বেজিং'ফেক নিউজ' রটাচ্ছে বলে হুঙ্কার

চিনের ওপর ক্ষোভে ফুঁসছে এবার কাজাখস্তানও! নিউমোনিয়া নিয়ে বেজিং'ফেক নিউজ' রটাচ্ছে বলে হুঙ্কার

Google Oneindia Bengali News

চিনের বিখ্যাত সোশ্যাল মিডিয়া অ্যাপ 'উই চ্য়াট' এ জানানো হয়েছিল যে কাদাখস্তানে একটি ভয়ঙ্কর অজানা নিউমোনিয়া দেখা গিয়েছে। যা করোনা ভাইরাসের থেকেও মারাত্মক। এমন পরিস্থিতিতে কাদাখস্তান এবার একহাত নিল চিনকে।

 কাজাখস্তান কী জানিয়েছে?

কাজাখস্তান কী জানিয়েছে?

কাজাখস্তান সাফ জানিয়েছে, চিনের মিডিয়া প্ল্যাটফর্মে যে খবর প্রকাশ্যে এসেছে , তা সম্পূর্ণ ভুয়ো। একের পর এক তথ্য সম্পূর্ণ ফেক নিউজ। কাজাখস্তানে যে অজানা নিউমোনিয়া হচ্ছে তা নিয়ে সেদেশের সরকার হু-এর সঙ্গে আলোচনায় রয়েছে। তবে 'নতুন ধরনের নিউমোনিয়া 'বলে চিনের মিডিয়া যে তথ্য প্রকাশ করেছে,তা মিথ্যা।

 চিন কী জানিয়েছে ?

চিন কী জানিয়েছে ?

কাজাখস্তান চিনের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত। সেখানে উইঘুর এলাকা আপাতত এই নিউমোনিয়া নিয়ে ত্রস্ত। ইতিমধ্যেই করোনার আবহে কাজাখস্তানে নতুন করে নিউমোনিয়ার প্রকোপে প্রথম ৬ মাসে ১৭৭২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে শুধু জুনেই ৬৮২ জন মারা গিয়েছেন।

কাজাখ সরকার কী জানিয়েছে?

কাজাখ সরকার কী জানিয়েছে?

এদিকে, কাজাখ সরকার জানিয়েছে জুন মাসে সেদেশে নিউমোনিয়ায় মৃতের সংখ্যা ২.২ গুণ বেড়েছে। যদি তা তুলনা করা বয় ২০১৯ সালের সঙ্গে।

 কাদাখস্তান কোন পদক্ষেপ নিচ্ছে?

কাদাখস্তান কোন পদক্ষেপ নিচ্ছে?

আপাত, ভাইরাল নিউমোনিয়া বলে এই নয়া জ্বরকে বিবেচনা করছে কাজাখ সরকার। যা অনেক ক্ষেত্রে ফাঙ্গাল সমস্যা থেকেও হয়ে থাকতে পারে। গোটা পরিস্থিতি নিয়ে বহু গবেষণা, তদন্ত চালাচ্ছে কাজাখ সরকার। তবে চিনের বক্তব্য নিয়ে কাজাখ বিদেশমন্ত্রক কিছু আর কথা বলতে চাইছে না।

<strong>মোদীর ক্ষমতা না বুঝেই ভুল পথে এগিয়েছেন জিনপিং! লাদাখ ইস্যুতে এখন মাথা চাপড়াচ্ছে চিন</strong>মোদীর ক্ষমতা না বুঝেই ভুল পথে এগিয়েছেন জিনপিং! লাদাখ ইস্যুতে এখন মাথা চাপড়াচ্ছে চিন

English summary
Kazakhstan calls China's propaganda over Pneumonia story is FAKE NEWS
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X