For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মার্কিন অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে অবিচল বাইডেন! এই কাশ্মীরি মহিলার কাঁধে দিলেন গুরু দায়িত্ব

মার্কিন অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে অবিচল বাইডেন! এই কাশ্মীরি মহিলার কাঁধে দিলেন গুরু দায়িত্ব

  • |
Google Oneindia Bengali News

আগামী সপ্তাহেই মার্কিন মসনদে পাকাপাকি ভাবে বসতে চলেছেন জো বাইডেন। এদিকে ক্ষমতা গ্রহণের আগেই যেভাবে নিজ প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগোচ্ছেন বাইডেন, তাতে করোনাকালীন মন্দাদশা কাটিয়ে মার্কিন অর্থনীতির ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা সমূহ বলেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এমতাবস্থায় এবার আমেরিকার নব করোনা টাস্কফোর্সের মতো ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল (এনইসি)-এর গুরুত্বপূর্ণ পদে জায়গা পেলেন আর এক ভারতীয় বংশোদ্ভূত। স্বাভাবিকভাবেই যা নিয়ে তর্জা তুঙ্গে ভারতীয় উপমহাদেশে।

মার্কিন অর্থনীতিকে চাঙ্গা করতে বাইডেনের দাওয়াই

মার্কিন অর্থনীতিকে চাঙ্গা করতে বাইডেনের দাওয়াই

ট্রাম্প-জমানায় ধর্মবর্ণ সংক্রান্ত ভেদাভেদের ছায়া বারংবার পড়েছে মার্কিন রাজনীতিতে। বাইডেন আসার পর সেই কালোছায়া দূর হচ্ছে বলেই মত বিশেষজ্ঞদের। মার্কিন অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে ইতিমধ্যেই এনইসি-র গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন নানা বর্ণের মানুষ। একইভাবে এনইসির ডেপুটি ডাইরেক্টর পদে বসতে চলেছেন কাশ্মীরি কন্যা সমীরা ফাজিলি। বাণিজ্যক্ষেত্রে উৎপাদন, আবিষ্কার ও আভ্যন্তরীণ প্রতিযোগিতা পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন তিনি।

মার্কিন অর্থনীতিতে দীর্ঘদিন থেকেই ছাপ রেখে চলেছেন ওবামা ঘনিষ্ঠ ফাজিলি

মার্কিন অর্থনীতিতে দীর্ঘদিন থেকেই ছাপ রেখে চলেছেন ওবামা ঘনিষ্ঠ ফাজিলি

মার্কিন সূত্রের খবর, তিনসন্তানের মা সমীরা ফাজিলি ইতিপূর্বে ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ও হোয়াইট হাউসের এনইসির বিশেষ আর্থিক উপদেষ্টার পদে আসীন ছিলেন। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, ওবামার শাসনকালে অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক মন্ত্রকে বিশেষ দায়িত্বও সামলেছেন সমীরা। সূত্রের মতে, প্রশাসনিক দায়িত্ব ছাড়াও মাইক্রোফিন্যান্স-এর মত বিষয়েও পারদর্শী ফাজিলি।

হোয়াইট হাউসে আরও এক ভারতীয় মহিলার আবির্ভাব

হোয়াইট হাউসে আরও এক ভারতীয় মহিলার আবির্ভাব

হোয়াইট হাউস সূত্রে খবর, ফাজিলির পূর্বে আর এক ভারতীয় বংশোদ্ভূত মহিলাকে নিজের দলে সামিল করেছেন বাইডেন। হোয়াইট হাউসের ডিজিটাল স্ট্র্যাটেজি দলে আইশাহ শাহকে যুক্ত করেছেন বাইডেন। অন্যদিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সমীরা ইয়েল ল' স্কুলে শিক্ষকতাজীবন শুরু করেন বলে জানা যায়। পরবর্তীতে উন্নয়নমূলক সরকারি প্রকল্পের ক্ষেত্রে হিসাবরক্ষক হিসেবেও কাজ করেছেন তিনি।

 সামলেছেন বাইডেন-হ্যারিসের প্রচার টিমেরও দায়িত্বও

সামলেছেন বাইডেন-হ্যারিসের প্রচার টিমেরও দায়িত্বও

সূত্রের মতে, রব ফ্ল্যাহার্টির নেতৃত্বাধীন হোয়াইট হাউসের ডিজিট্যাল স্ট্র্যাটেজি দলের পার্টনারশিপস ম্যানেজার-এর দায়িত্বে বহাল হলেন আইশাহ শাহ। এছাড়াও বাইডেন-হ্যারিসের ক্যাম্পেন টিমেও একই পদে কাজ করেছেন আইশাহ। ইতিপূর্বে জন এফ কেনেডি সেন্টারের কর্পোরেট তহবিলে সহ-ম্যানেজারের দায়িত্বও সামলেছেন আইশাহ।

চিনা অর্থনীতিকে দুরমুশ করতে মার্কিন পদক্ষেপ, বিদায়কালে শেষ হাসি হাসলেন ডোনাল্ড ট্রাম্প!চিনা অর্থনীতিকে দুরমুশ করতে মার্কিন পদক্ষেপ, বিদায়কালে শেষ হাসি হাসলেন ডোনাল্ড ট্রাম্প!

English summary
Biden to boost US economy, newcomer Kashmiri Sameera Fazili get new responsibilities
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X