For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইমরানদের কাশ্মীর ইস্যুতেও পাত্তা দিচ্ছে না আফগানিস্তান! কাবুল বুঝিয়ে দিল নিজের অবস্থান

আফগানিস্তানকে কাশ্মীর ইস্যুতেও পাশে পেলনা ইমরানরা! কাবুল বুঝিয়ে দিল নিজের অবস্থান

  • |
Google Oneindia Bengali News

মার্কিন মুলুককে পাশে পেতে বারবার আফগানিস্তান সম্পর্কে একাধিক নেতিবাচক তথ্য ট্রাম্প প্রশাসনকে দিয়ে এসেছে পাকিস্তান। এবার সম্ভবত তারই 'শোধ' তুলছে আফগানিস্তান। পাকিস্তান বুধবার আয়োজন করে 'কাশ্মীর সলিডারিটি ডে'র। আর এমন দিনে একটি ভারত-বিরোধী অনুষ্ঠান পাকিস্তানিদের তরফে আয়োজিত হতে যাচ্ছিল কাবুলে। আর তার জেরেই শুরু হয় বিতর্ক।

ভারত নিয়ে কাবুল স্পষ্ট করল নিজের অবস্থান

ভারত নিয়ে কাবুল স্পষ্ট করল নিজের অবস্থান

হোটেলে আয়োজিত অনুষ্ঠান ভেস্তে যেতেই জানা যায়, কাবুলে অবস্থিত ওই হোটেলকে আফগান প্রশাসন জানিয়ে দেয় যে এই অনুষ্ঠান বাতিল করতে হবে। আর তার জেরেই ৫ ফেব্রুয়ারির 'কাশ্মীর সলিডারিটি ডে 'র দিন বাতিল হয়ে যায় পাকিস্তানের ভারত বিরোধী পদক্ষেপ।

পাক দূতাবাসের সামনে বিক্ষোভ

পাক দূতাবাসের সামনে বিক্ষোভ

এদিকে ওই একই দিনে কাবুলে অবস্থিত পাকিস্তান দূতাবাসের বাইরে আফগানরা ভির জমিয়ে পাকিস্তান বিরোধী স্লোগান দিতে থাকে। তারা আফগান ও কাশ্মীরের বিষয়ে ইসলামাবাদের হস্তক্ষেপ বন্ধের দাবি তোলে। প্রসঙ্গত, পাকিস্তানের সংসদে কয়েকদিন আগেই কাশ্মীর দখলের ডাক দেন সেদেশের সাংদসরা। পাশাপাশি আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে ক্রমাগত নাক গলিয়ে যাচ্ছে পাকিস্তান। সেই নিয়ে ক্ষুব্ধ আফগানরা।

 কাশ্মীর ইস্যুতে কোণঠাসা ইমরান

কাশ্মীর ইস্যুতে কোণঠাসা ইমরান

এদিকে, ওআইসি তথা আরব দুনিয়া থেকেও কাশ্মীর ইস্যুতে সেভাব হালে পানি পায়নি ইমরান সরকার। আর তার জেরে এদিন হাতাশ জাহিরও করেছেন পাক প্রধানমন্ত্রী। তাঁর দাবি , 'নিজেদের মধ্যে বিভেদ' কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে দুর্বল করে দিচ্ছে। আর এই 'নিজেদের মধ্যে বিভেদ' বলতে তিনি যে আরব দুনিয়াকে খোঁচা দিয়েছেন তা বলাই বাহুল্য।

English summary
Kashmir Solidarity day organised by Pak slammed by Afghanistan Hotel.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X