For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইমরানের আমলেও পাল্টায়নি পাকিস্তান! মেয়রের গাড়ি ছিনতাই করাচিতে

করাচির মেয়রের গাড়ি মাথায় বন্দুক ঠেকিয়ে একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী ছিনতাই করে পালিয়ে গিয়েছে বলে খবর।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানে সরকারের বদল হলেও পাল্টায়নি সার্বিক চিত্র। ইমরান খানের আমলেও দুষ্কৃতী, সন্ত্রাসবাদীদের রাজ অব্যাহত রয়েছে। শনিবার করাচির মেয়রের গাড়ি মাথায় বন্দুক ঠেকিয়ে একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী ছিনতাই করে পালিয়ে গিয়েছে বলে খবর।

ইমরানের আমলেও পাল্টায়নি পাকিস্তান! মেয়রের গাড়ি ছিনতাই করাচিতে

পাকিস্তানের মেয়র ওয়াসিম আখতারের গাড়ি করাচির ডিফেন্স কলোনি এলাকা থেকে ছিনতাই করা হয়েছে। গাড়িটি ছিল টয়োটা কোরোল্লা। মেয়রের পরিবারের লোকেরা গাড়িটি ব্যবহার করতেন। সুজুকি গাড়িতে চেপে এসে মেয়রের গাড়ি ছিনতাই করে দুষ্কৃতীরা পালিয়ে গিয়েছে।

সরকারি তথ্যই বলছে, সরকারে কাজে ব্যবহার হওয়া গাড়ি ছিনতাইয়ের ঘটনা অনেক বেড়ে গিয়েছে। বিশেষ করে করাচি এলাকায় তা মাত্রা ছাড়িয়েছে। ভেহিকল ট্র্যাকার না থাকায় সরকারি গাড়িকে টার্গেট করা হচ্ছে বলে খবর।

এখনও অবধি ২৬টি সরকারি গাড়ি ছিনতাই করা হয়েছে। অভিযুক্তদের ধরতে পারলে ৫ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে। পাকিস্তানে তেহরিক ই ইনসাফ সরকার ক্ষমতায় আসার পর গাড়ি চুরি নিয়ে টনক নড়েছে তিন দিন সময় দেওয়া হয়েছে। তার মধ্যে গাড়ি চোরকে ধরতে হবে বলে নির্দেশ দিয়েছে ইমরান খানের সরকার।

English summary
Karachi Mayor’s car snatched at gunpoint in Pakistan by unidentified miscreants
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X