For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচনে জিতলে বাইডেনের মাথায় চেপে বসবেন কমলা! ডেমোক্র্যাটদের নয়া স্টাইলে আক্রমণ ট্রাম্পের

Google Oneindia Bengali News

করোন আবহেই ক্রমশ এগিয়ে আসছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। আর এই নির্বাচনে নিজের গদি বাঁচিয়ে রাখতে কোনও কসুর করছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এবার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে আক্রমণ করতে নয়া অস্ত্র বের করলেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই অস্ত্র হল কমলা হ্যারিস।

জো বাইডেনের বস হবেন কমলা

জো বাইডেনের বস হবেন কমলা

এদিন জো বাইডেনকে আক্রমণ করতে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন যে যদি নির্বাচনে বাইডেন জয়ী হন তাহলে আদতে দেশ চালাবে কমলা হ্যারিস। এর আগেও কমলা হ্যারিসকে বারবার আক্রমণ করতে দেখা গিয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে।

কমলাকে আক্রমণ ট্রাম্পের

কমলাকে আক্রমণ ট্রাম্পের

এর আগে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, 'জো বাইডেন একজন মহিলাকে ভাইস প্রেসিডেন্ট পদে লড়াই করার জন্য নির্বাচিত করায় পুরুষরা মুখ ফেরাতে পারেন। কমলা জঘন্য, স্বার্থপর ও ভয়ংকর। তিনি প্রায়ই মিথ্যে কথা বলেন। তাঁর উদ্দেশ্য হচ্ছে কর বাড়ানো ও আপনাদের স্বাস্থ্য পরিষেবা কেড়ে নেওয়া।'

হ্যারিসের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন ট্রাম্প

হ্যারিসের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন ট্রাম্প

রাজনৈতিক সৌজন্যতার ধার ধারেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর উদাহরণ এর আগেও পাওয়া গিয়েছে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক হুসেন ওবামার জন্মস্থান নিয়ে প্রশ্ন তুলেও উস্কে দিয়েছিলেন বিতর্ক। ভারতীয় বংশদ্ভুত কমলা হ্যারিসকেও একই ভাবে আক্রমণ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ট্রাম্পের দাবি যে তাঁর কাছে বেশি ভারতীয় সমর্থক রয়েছে।

ভারতীয় ভোট কাড়তে ময়দানে রয়েছেন জো

ভারতীয় ভোট কাড়তে ময়দানে রয়েছেন জো

তবে এই ভারতীয় বংশদ্ভুত ভোট কাড়তে ময়দানে রয়েছেন জো বাইডেনও। আর এই কারণেই জো বাইডেন কমলা হ্যারিসকে নিজের রানিং মেট বানান। এর আগে বারবার দেখা গিয়েছে মোদীর সঙ্গে নিজের বন্ধুত্বে ফায়দা তুলে ট্রাম্প আমেরিকায় থাকা ভারতীয় বংশদ্ভূত ভোটারদের নিজের কাছে টানতে চেয়েছেন। তবে তাঁর এই খেলাতে তাঁকেই মাত দিতে ময়দানে নামলেন জো বাইডেন। ভারতীয় বংশদ্ভূত ভোটারদের কাছে টানতে নিলেন অভিনব পন্থা। ১৪টি ভারতীয় ভাষায় ডিজিটাল প্রচার করেন তিনি, যা আমাদের দেশেও সচরাচর দেখা যায় না।

ট্রাম্পকে আক্রমণ হ্যারিসের

ট্রাম্পকে আক্রমণ হ্যারিসের

এদিকে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট মনোনীত ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস বলেন, নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার নির্বাচনী প্রচার শিবিরের মিথ্যাচার জনসমক্ষে চলে আসবে। আমেরিকার জনগণকে প্রভাবিত করছে এমন প্রকৃত বিষয়গুলোকে আড়াল করতে তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এই বিষয়গুলি নিয়ে আমরা প্রস্তুত রয়েছি।

English summary
Kamala Harris would be running Joe Biden administration if election alleges US president Donald Trump
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X