For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নাম লেখালেন কমলা হ্যারিস! গড়লেন একাধিক রেকর্ড

Google Oneindia Bengali News

আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন কমলা হ্যারিস৷ অ্যামেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিহাস তৈরি করলেন তিনি৷ কমলা হ্যারিস৷ ৫৬ বছরের মহিলা৷ দুই দিন আগেই ক্যালিফোর্নিয়ার সেনেটর পদ থেকে পদত্যাগ করেন তিনি৷ তাছাড়া প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মহিলা হিসেবে গত শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। আমেরিকার ইতিহাসে এই প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট পদে বসলেন৷

হ্যারিসের একাধিক রেকর্ড

হ্যারিসের একাধিক রেকর্ড

শুধু প্রথম নারীই নন, দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ এবং প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট হিসেবেও ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন তিনি। সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি সোনিয়া সটোমেয়রের কাছে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ৫৬ বছর বয়সী কমলা। এই শপথের মাধ্যমে সোনিয়াও শপথ পাঠ করানো প্রথম ল্যাটিন বিচারপতি হিসেবে ইতিহাসে স্থান করে নিচ্ছেন।

হ্যারিসের বাবা জ্যামাইকার বাসিন্দা ছিলেন

হ্যারিসের বাবা জ্যামাইকার বাসিন্দা ছিলেন

হ্যারিসের বাবা জ্যামাইকার বাসিন্দা ছিলেন৷ আর মা ছিলেন ভারতীয়৷ তিনি একজন প্রোসিকিউটারও৷ তিনি প্রচারের সময় যেভাবে ট্রাম্পের নিয়োগ নীতি ও আদালতে মনোনীত নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তা থেকেই তিনি ডেমোক্র্যাট তারকা হয়ে যান৷ ডেমোক্র্যাটরা আশা করেছিলেন প্রার্থী হিসেবে তাঁর এই ঐতিহাসিক বিষয়টি আফ্রিকান আমেরিকান ও তরুণ প্রজন্মকে আকর্ষণ করবে৷ সেই সমীকরণেই বাজিমাত করেন বাইডেন।

কমলার বার্তা

কমলার বার্তা

ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমেরিকান মানুষের কাছে যে বার্তা দিয়েছিলেন, এবং অন্যান্য বার্তাও প্রতিবারই খুব ব্যক্তিগত ছিল৷ তিনি গোড়ার দিকে টুইটে লিখেছিলেন, 'আমার মা শ্যামলা আমাকে ও আমার বোনকে বলেছিলেন, যদি কখনও কোনও সমস্যায় পড়, তাহলে কোনও অভিযোগ করবে না৷ যা করার নিজেরা করবে৷ তিনি ও তাঁর মতো লোকেদের জন্যই পরিবর্তন সম্ভব হয়, যখন কাজ করা হয়৷'

কমলার মা

কমলার মা

হ্যারিসের মায়ের নাম শ্যামলা গোপালন৷ তিনি মাত্র ১৯ বছর বয়সে বার্কলেতে আসেন৷ তখন নাগরিক অধিকার নিয়ে চূড়ান্ত আন্দোলন চলছে৷ সেখানেই তাঁর সঙ্গে ডোনাল্ড হ্যারিসের সাক্ষাৎ হয়৷ ডোনাল্ড জামাইকা থেকে আসা অর্থনীতির একজন ছাত্র ছিলেন সেই সময়৷ তাঁরা বিয়ে করেন৷ তাঁদের দু'টি মেয়ে কমলা ও মায়া৷

English summary
Kamala Harris breaks several record by taking oath as first Female VP of the USA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X