ভারতীয় বংশোদ্ভুতদের জয়জয়কার মার্কিন মুলুকে! কেমন হতে চলেছে বাইডেনের ক্যাবিনেট?
মার্কিন মুলুকে পরবর্তী সরকার গঠনের ব্যাপক প্রস্তুতি চলছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অসহযোগিতা সত্তেও নিচ্ছেন প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন সাজিয়ে ফেলছএন নিজের ক্যাবিনেট। এর আগে হোয়াইট হাউজের নতুন চিফ অব স্টাফ হিসেবে রন ক্লাইন-এর নিয়োগ চূড়ান্ত করেছেন তিনি।

মঙ্গলবার নতুন ক্যাবিনেট ঘোষণা
এদিকে হোয়াইট হাউজের ভাবী চিফ অফ স্টাফ রন ক্লাইন এদিন বলেন, মঙ্গলবার নতুন ক্যাবিনেট ঘোষণা করবেন জো বাইডেন। তিনি আরও বলেছেন, কোন কোন মন্ত্রণালয় থাকছে বা কারা এসব মন্ত্রণালয়ের দায়িত্ব পচ্ছেন প্রথম ধাপে, সেটি জানতে চাইলে মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

পরবর্তী সেক্রেটারি অফ স্টেট কে?
রন ক্লাইনের বক্তব্য, প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেনের মুখেই সব জানতে পারা যাবে। এদিকে সূত্রের খবর, জো বাইডেন-কমলা হ্যারিস প্রশাসনে সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন প্রবীণ কূটনীতিক অ্যান্টনি ব্লিঙ্কেন। বারাক ওবামার সময় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিতীয় শীর্ষ ব্যক্তি বা আন্ডার সেক্রেটারি ছিলেন।

ভারতীয় বংশোদ্ভুতদের জয়জয়কার
এরই মাঝে যা আভাস মিলেছে, তাতে ভারতীয় বংশোদ্ভুতদের জয়জয়কার মার্কিন মুলুকে। ইতিমধ্যেই হোয়াইট হাউজের ৪ সিনিয়র কর্মীর নাম ঘোষণার সময় মালা আডিগের নাম ঘোষণা করেছেন বাইডেন। তিনি মালা আডিগাকে হবু 'ফার্স্ট লেডি', অর্থাৎ জিল বাইডেনের নীতি নির্ধারকের পদে নিযুক্ত করা হবে। এদিকে বাইডেনের মন্ত্রিসভায় স্থান পেতে চলেছেন বাঙালি অরুণ মজুমদার।

মরিয়া ট্রাম্প
এদিকে নির্বাচনে হেরে গিয়েছেন জেনেও আগের মেয়াদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বেপরোয়া পদক্ষেপ নিয়েই চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তারই অংশ হিসেবে নির্বাচনের ফল স্পষ্ট হয়ে ওঠার পর আফগানিস্তান থেকে বেশি সংখ্যক সেনা প্রত্যাহারের ঘোষণা করেছেন। ইরাকেও সেনা কমানোর ঘোষণা করেছেন তিনি।

শুরু মেরুকরণের রাজনীতি, একুশের আগে সুর চড়িয়ে বিজেপির 'রাস্তা পরিষ্কার' করছেন ওয়েইসি