প্রেসিডেন্ট বদলেও নীতির বদল নয়! ট্রাম্পের পথেই হাঁটবেন, বড় ঘোষণা বাইডেনের
একদিন আগেই ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন জো বাইডেনের প্রশাসন ক্ষমতায় চলে এলেই করোনার জেরে লাগু করা 'ভ্রমণ নিষেধাজ্ঞা' তুলে দেবে। তবে ট্রাম্পের এহেন দাবিকে পত্রপাঠ খারিজ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবী রাষ্ট্রপতি জো বাইডেনের মুখপাত্র। উল্লেখ্য, করোনা সংক্রমণ রুখতে ট্রাম্প প্রশাসন ব্রাজিল, ইউরোপের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা লাগু করেছিল।

ভ্রমণ নিষেধাজ্ঞা ওঠানোর পক্ষে নয় বাইডেন
এদিন এই বিষয়ে বাইডেনের প্রেস সেক্রেটারি জেন সাকি টুইট করে জানান, 'আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ দলের পরামর্শ মেনে জো বাইডেনের প্রশাসন কোনও ভাবেই এই ভ্রমণ নিষেধাজ্ঞা ওঠানোর পক্ষে নয়। বরং আমাদের পরিকল্পনা আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে আরও কড়া স্বাস্থ্য বিধি লাগু করা। আমাদের এই সংক্রমণ রুখতে হবে যে করেই হোক।'

কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আমেরিকা
বাইডেনের প্রশাসনের প্রেস সেক্রেটারি আরও বলেন, 'এই অতিমারী আরও কঠিন পরিস্থিতির সামনে দাঁড় করাচ্ছে আমাদের। আরও বাজে অবস্থা দেখা যাচ্ছে। নতুন নতুন মিউটেশনের ফলে এই সংক্রমণ আরও ছড়িয়ে পড়ছে। তাই এখনই কোনও ভাবে আন্তর্জাতিক ভ্রমণের উপর নিষেধাজ্ঞা তোলার সময় আসেনি।'

আমেরিকা ঢুকতে হলে মানতে হবে বিশেষ নির্দেশ
ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, আমেরিকায় আসা সব ভ্রমণকারীকে ভ্রমণের তিনদিন আগে করোনা পরীক্ষা করিয়ে সেই নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে। তা না হলে কোনও ভাবেই আমেরিকায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না সেই যাত্রীদেরকে।

ফের চিনকে তোপ
এদিকে করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে স্বচ্ছ এবং বিস্তারিত তদন্তের পক্ষে সওয়াল করে তিনদিন আগেই বেজিংকে নিশানা করে আমেরিকা৷ মার্কিন স্বরাষ্ট্রসচিব মাইকেল পম্পেও অভিযোগ করেন, বেজিং কোভিড নাইনটিন ভাইরাস নিয়ে গুরুত্বপূর্ণ অনেক তথ্য় প্রকাশ করেনি৷ যে তথ্য় হাতে পেলে বিজ্ঞানীদের পক্ষে বিশ্বকে এই রোগের হাত থেকে বাঁচাতে অনেক সুবিধা হতো৷