For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আবহে অন্ধকার মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ, এবার ট্রাম্পকে হুঁশিয়ারি বাইডেনের

Google Oneindia Bengali News

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর দলকে এবার হুঁশিয়ারি দিলেন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন৷ জো বাইডেনের দলের তরফে আমেরিকার জাতীয় সুরক্ষা নীতি সম্পর্কিত সমস্য়া এবং করোনা ভ্য়াকসিন নিয়ে তৈরি করা পরিকল্পনা সহ একাধিক তথ্য় হস্তান্তর করতে বলা হয়েছিল৷ সেইসব তথ্য় হস্তান্তর করার ক্ষেত্রে অসহযোগিতার অভিযোগ উঠেছে ডোনাল্ড ট্রাম্প ও তাঁর মন্ত্রিসভার বিরুদ্ধে৷

হোয়াইট হাউজকে চিঠি

হোয়াইট হাউজকে চিঠি

এক সাংবাদিক বৈঠকে বাইডেন সোমবার জানান, যদি ঠিকমতো সমন্বয় স্থাপন না করা হয়, তবে প্রচুর মানুষ করোনায় মারা যেতে পারেন৷ বাইডেন ও তাঁর সহযোগীরা এবং একই সঙ্গে রিপাবলিকানদের একটি দল হোয়াইট হাউজকে একটি চিঠি দেয়৷ যেখানে মহামারী নিয়ন্ত্রণ এবং ভ্য়াকসিন বিতরণে হোয়াইট হাউজের কী পরিকল্পনা রয়েছে তা জানতে চাওয়া হয়৷

বাইডেনের দলকে বাধা দিচ্ছে ট্রাম্প প্রশাসন

বাইডেনের দলকে বাধা দিচ্ছে ট্রাম্প প্রশাসন

জো বাইডেন জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন এনিয়ে কাজ করছিল৷ কিন্তু, বর্তমানে তারা বাইডেনের দলকে বাধা দিচ্ছে৷ তাই বাইডেন ট্রানজিশন টিম তাদের পরিকল্পনা নিয়ে আলাদাভাবে কাজ করার ইঙ্গিত দিয়েছে৷ এনিয়ে সেনেটর সুজান কোলিন বলেন, করোনা ভাইরাসের ভ্য়াকসিন বিতরণের পরিকল্পনা জানার সম্পূর্ণ অধিকার রয়েছে নির্বাচিত প্রেসিডেন্ট ও তাঁর দলের৷

ভ্যাকসিন বিতরণ নিয়ে রূপরেখা

ভ্যাকসিন বিতরণ নিয়ে রূপরেখা

ভ্যাকসিন বিতরণ করাটা কোনও সহজ কাজ নয় বলে জানান কোলিন৷ তিনি আরও বলেন, বর্তমান প্রশাসনে ভ্য়াকসিন নিয়ে যে পরিকল্পনা হয়েছে বা কাজ চলেছে, সেই তথ্য় নতুন প্রশাসনকে দেওয়া, বর্তমান প্রশাসনের কর্তব্য়৷ কারণ এর সঙ্গে জনস্বাস্থ্য় জড়িয়ে রয়েছে৷

ঝুঁকতে নারাজ ডোনাল্ড ট্রাম্প

ঝুঁকতে নারাজ ডোনাল্ড ট্রাম্প

নির্বাচনে হারলেও চাপের মুখে ঝুঁকতে নারাজ ডোনাল্ড ট্রাম্প৷ এমনকী জো বাইডেনের কাছে হার নিয়ে এখনও বিতর্ক জিইয়ে রেখেছেন ট্রাম্প৷ প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সংখ্য়াগরিষ্ঠতার ২৭০ ইলেকটোরাল কলেজ ছাপিয়ে গিয়েছেন জো বাইডেন৷ যেখানে আমেরিকাজুড়ে ট্রাম্পের থেকে ৫.৫ মিলিয়ন ভোট বেশি পেয়েছেন বাইডেন৷

<strong>আগামী ৫ বছর কোন পথে চলবে দেশ? সীতারমনের হাতে তুলে দেওয়া হল অর্থ কমিশনের 'প্রেক্রিপশন'</strong>আগামী ৫ বছর কোন পথে চলবে দেশ? সীতারমনের হাতে তুলে দেওয়া হল অর্থ কমিশনের 'প্রেক্রিপশন'

English summary
Joe Biden accused Trump administration of not helping in transition during Covid Pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X