For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টিকটক-উই চ্যাটের থেকে ব্যান তুলতে চলেছে আমেরিকা

টিকটক-উই চ্যাটের থেকে ব্যান তুলতে চলেছে আমেরিকা

  • |
Google Oneindia Bengali News

তথ্য চুরির দায়ে গত বছর উইচ্যাট-টিকটক সহ অনেকগুলি চাইনিজ অ্যাপকে ব্যান করেছিল ট্রাম্প সরকার৷ মার্কিন মূলুকে সরকার পরিবর্তনের পর এবার ব্যান উঠতে চলছে টিকটকের থেকে৷ সম্প্রতি একটি নির্দেশে আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন টিকটক-উইচ্যাটের উপর থেকে ব্যান তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন। টিকটকের মতো জনপ্রিয় সোশ্যালমিডিয়া অ্যাপের থেকে ব্যান তুলে নিলেও ৫৯ টি চাইনিজ মিলিটারি নজরদারি অ্যাপকে ব্যান করেছেন বাইডেন।

টিকটক-উই চ্যাটের থেকে ব্যান তুলতে চলেছে আমেরিকা

গতবছর ভারতও টিকটক-উইচ্যাট সহ প্রায় ৬০টিরও বেশি অ্যাপকে ব্যান করেছে তথ্য চুরির দায়ে৷ একই কারণে ভারতে ব্যান হয়েছে জনপ্রিয় ভিডিওগেম অ্যাপ পাবজিও৷ এগুলির উপর থেকে এখনও ব্যান তোলেনি ভারতের মোদী সরকার। কিন্তু আমেরিকার নতুন উদারপন্থী সরকার বাইডেন ক্ষমতায় এসে টিকটকের উপর থেকে ব্যান তুলে নিয়ে বিশ্বকে নতুন বার্তা দিতে চায়ছেন। এমনটাই মনে করছেন আর্ন্তজাতিক বিশেষজ্ঞরা৷

সপ্তাহের শুরুতেই মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন ৫৯ টি চিনা সামরিক ও নজরদারি সংস্থাকে মার্কিন বিনিয়োগ পাওয়া থেকে নিষিদ্ধ করেছে এবং গত নভেম্বরের ট্রাম্প সরকারের চিহ্নিত করা ৪৪টি চিনা কোম্পানির একটি তালিকাতে আরও কিছু নাম যোগ করে প্রকাশ করেছে।

পাশাপাশি বিদেশি অ্যাপ্লিকেশনগুলির উপর ট্রাম্প সরকারের ব্যানের নির্দেশ পর্যালোচনার আদেশ দিয়েছে বাইডেন প্রশাসন।

চিনা অ্যাপ টিকটক এবং উইচ্যাটের উপর ট্রাম্প-যুগের নিষেধাজ্ঞাগুলি বাতিল করার একটি নির্বাহী আদেশেও স্বাক্ষর করেছেন বাইডেন।

আমেরিকার সংবাদমাধ্যম সূত্রে প্রকাশিত খবর, রাষ্ট্রপতি বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রে তথ্য ও সম্প্রচার পরিষেবায় ১৫ ই মে, ২০১৯ এর EOs এর নির্দেশটিকে পূর্ণবিবেচনা করে টিকটক, উইচ্যাট এবং আরও আটটি সোশ্যাল মিডিয়া এবং আর্থিক লেনদেনের প্রযুক্তি সফটওয়্যার অ্যাপ্লিকেশনগুলির মাধ্যমে আর্থিক লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছেন৷

English summary
Joe Baiden lift ban from Tiktok in USA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X