For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা মন্দার জেরে ক্রমেই বাড়ছে চাকরির সঙ্কট, পিওনের কাজে আবেদন ১৫ লক্ষের বেশি বেকারের

বড়সড় চাকরির সঙ্কট পাকিস্তানে, পিওনের কাজে আবেদন ১৫ লক্ষের বেশি বেকারের

  • |
Google Oneindia Bengali News

একদিকে যেমন করোনা মন্দার চাকির বাড়ছে ক্রমেই খারাপ হয়েছে ভারতে। তেমনকী মন্দার জেরে ধুঁকছে প্রতিবেশী দেশ পাকিস্তান। সম্প্রতি কলকাতায় ডোমের পদে ইতিহাসে স্নাতকে ফার্স্ট ক্লাস পাওয়া স্বর্ণালী সামন্তের আবেদনে সাড়া পড়ে গিয়েছিল। এর আগেও অতীতে খুব অল্প বেতনের সরকারি চাকরি পেতে হিড়িক লেগে যায় ইঞ্জিনিয়ারিং পাশ করা পড়ুয়া থেকে শুরু করে গবেষকদের। এবার তারই প্রতিচ্ছবি যেন ধরা পড়ল পাকিস্তানে।

কী বলছে পাকিস্তান ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ইকোনমিকস

কী বলছে পাকিস্তান ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ইকোনমিকস

এদিকে গত কয়েক মাস ধরেই পাকিস্তানে বেকারত্বের হার ক্রমাগত বাড়ছে। এমনকী তরুণদের কর্মস্থান দিতে ব্যর্থ হচ্ছে ইমরান খান সরকার। চলতি মাসেই সেদেশে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বেকারত্বের হার। বর্তমানে পাকিস্তানে বেকারত্বের হার পার করে ৬.৫ শতাংশের গণ্ডি, এমনটাই বলছে ইমরান প্রশাসন। যদিও পাকিস্তান ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ইকোনমিকসের (পিআইডিই) মতে, বেকারত্বের হার আদপে ১৬ শতাংশ।

২৪ শতাংশের বেশি শিক্ষিত মানুষ বর্তমানে বেকার

২৪ শতাংশের বেশি শিক্ষিত মানুষ বর্তমানে বেকার

অন্যদিকে একাধিক সমীক্ষায় দেখা যাচ্ছে বর্তমানে পাকিস্তানের ২৪ শতাংশের বেশি শিক্ষত মানুষ বেকার জীবন কাটাচ্ছেন। এমতাবস্থায় পিওনে(চতুর্থ শ্রেণি) পদে চাকরির নোটিফিকেশন বের করে পাক সরকার। আর তাতেই আবেদনকারীর সংখ্যা দেখে চোখ কপালে ওঠে সকলের। দেখা যায় এই নীচু তলার সরকারি কাজে চাকরির জন্য আবেদন করেছেন ১৫ লক্ষের বেশি যুবক-যুবতী।

জমা পড়েছে ১৫ লক্ষের বেশি আবেদন

জমা পড়েছে ১৫ লক্ষের বেশি আবেদন

এই প্রসঙ্গে পিআইডিই কর্মকর্তারা জানাচ্ছেন সম্প্রতি হাইকোর্টে পিয়ন পদে একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। আর তাতেই জমা পড়েছে ১৫ লক্ষের বেশি আবেদন। এমনকী চাকরিপ্রার্থীদের মধ্যে এমফিল ডিগ্রিধারীরাও রয়েছেন বলে জানা যাচ্ছে। এমনকী আবেদন করেছেন অনেক ইঞ্জিনিয়ারিং পাশ পড়ুয়ারাও।

কী বলছে সাম্প্রতিক পরিসংখ্যান

কী বলছে সাম্প্রতিক পরিসংখ্যান

এদিকে চলতি বছরের জুন মাসে প্রকাশিত অর্থনৈতিক সমীক্ষায় বলা হয়েছিল করোনা মহামারীর কারণে গোটা দেশেই চাকরির অবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লকডাউনের কারণে প্রায় ২ কোটি মানুষ চাকরি হারিয়েছে। এদিকে পাকিস্তান বিশ্বের মধ্যে পঞ্চম সর্বাধিক জনবহুল দেশ। অন্যদিকে মোট কর্মক্ষম শ্রমিকের উপস্থিতিতে গোটা বিশ্বের মধ্যে নমব স্থানে রয়েছে পাকিস্তান।এদিকে পাকিস্তানের পরিসংখ্যান ব্যুরোর (পিবিএস) প্রকাশিত লেবার ফোর্স সার্ভে (এলএফএস) অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবর্ষে পাকিস্তানের বেকারত্ব ৫.৮ শতাংশ ছিল।২০১৮-১৯ সালে তা বেড়ে ৬.৯ শতাংশে পৌঁছে যায়।



খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Big job crisis in Pakistan, more than 1.5 million unemployed people apply for peon jobs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X